ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সিলেট সিটির ধোপাদীঘি হচ্ছে দৃষ্টিনন্দন পার্ক

প্রকাশিত: ০৫:১৮, ১০ নভেম্বর ২০১৮

 সিলেট সিটির ধোপাদীঘি হচ্ছে দৃষ্টিনন্দন পার্ক

স্টাফ রিপোর্টার ॥ সিলেট নগরীর পুকুর ও জলাশয়গুলো দখল ও ভরাট হয়ে যাচ্ছে। এতে অদূর ভবিষ্যতে সিলেট নগরী পরিবেশগতভাবে ভারসাম্য হারিয়ে ফেলবে বলে মনে করছেন পরিবেশবিদরা। এমন পরিস্থিতিতে সিলেট সিটি করপোরেশনের মালিকাধীন ধোপাদীঘির পাড় থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে একটি দৃষ্টিনন্দন পার্ক করার পরিকল্পনা গ্রহণ করেছে সিটি করপোরেশন। আর ভারত সরকার এতে অর্থায়ন করছে বলে জানিয়েছেন সিটি মেয়র আরিফুল হক চৌধুরী। এ কসময় এই দীঘি ধোপাদের কাপড় ধোয়ার কাজে ব্যবহৃত হতো। তবে যুগের সঙ্গে বদলে যায় দীঘির পরিবেশ। নামটা ‘ধোপাদীঘি’ থেকে গেলেও বাকি সব কার্যক্রম বন্ধ হয়ে যায়। এটা চলে যায় প্রভাবশালীদের দখলে। সম্প্রতি সিলেট সিটি করপোরেশন ধোপাদীঘি পূর্বাবস্থায় ফিরিয়ে নেয়ার কাজে হাত দেয়। ভারত সরকারের অনুদানে এখানে গড়ে তোলা হচ্ছে পার্ক। সিলেট সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী বলেন, ‘ধোপা দীঘির সীমানা লোকজনের বাধার কারণে আমরা ঠিকমত করতে পারি নাই। আমরা সবকিছু অতিক্রম করেছি। ২০২০ জুনের মধ্যে প্রকল্পের কাজ শেষ হবে।’ এই পার্ক বাস্তবায়ন হলে নগরবাসী প্রথমবারের মতো উন্মুক্ত স্থানে কিছুটা সময় কাটাতে পারবে বলে মনে করছেন পরিবেশ ও সমাজবিদরা। তারা বলেন, ‘যদি সবকিছু ঠিকমত করা হয় তাহলে সিলেট সিটি করপোরেশনের মধ্যে দৃষ্টিনন্দন পার্ক হবে।’ নগরীর দখলকৃত প্রতিটি পুকুর ও জলাশয় একইভাবে দখলমুক্ত করে পূর্বাবস্থায় ফিরিয়ে নেয়া হবে বলে জানালেন সিটি মেয়র। আরিফুল হক চৌধুরী বলেন, ‘সব দীঘি পুকুর উদ্ধার করে আমরা চাচ্ছি মোটামুটি ছিমছাম শহর হিসেবে গড়ে তুলতে।’ ছয় একরের ধোপাদীঘিকে দৃষ্টিনন্দন করে গড়ে তুলতে ব্যয় হবে ১৩ কোটি টাকা।
×