ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জাপার মনোনয়ন পত্র বিক্রি কাল থেকে, জাসদের আজ

প্রকাশিত: ০৫:১৫, ১০ নভেম্বর ২০১৮

 জাপার মনোনয়ন পত্র বিক্রি কাল থেকে, জাসদের আজ

স্টাফ রিপোর্টার ॥ আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিরোধী দল জাতীয় পার্টি দলীয় মনোনয়নপত্র বিক্রি শুরু হচ্ছে আগামীকাল রবিবার থেকে। আজ শনিবার থেকে ১৪ দলের অন্যতম শরিক জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) মনোনয়নপত্র বিক্রি শুরু করবে। ক্ষমতাসীন দল আওয়ামী লীগের মনোনয়নপত্র বিক্রির দ্বিতীয় দিন আজ। জাতীয় পার্টির পক্ষ থেকে জানানো হয়েছে, আগামীকাল রবিবার সকাল ১০টায় গুলশান এভিনিউয়ের ইমানুয়েলস্ কনভেনশন সেন্টারে জাতীয় পার্টির মনোনয়ন প্রত্যাশীদের জন্য ফর্ম বিতরণ শুরু হবে। ফর্ম বিতরণ অনুষ্ঠান উদ্বোধন করবেন দলের চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ। তিনি প্রথম আবেদন পত্রটি সংগ্রহ করবেন। তারপর বিতরণ কর্মসূচীর শুভ সূচনা করবেন। এ সময় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান ও বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ, কো-চেয়ারম্যান জিএম কাদের এবং মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার উপস্থিত থাকবেন। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, ফর্ম বিতরণ উদ্বোধনীর দিন বিকেল ৫টা পর্যন্ত ইমানুয়েলস কনভেনশন সেন্টার থেকেই আবেদনপত্র বিতরণ করা হবে। এরপর ১২ থেকে ১৪ নবেম্বর পর্যন্ত জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয়ে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত আবেদনপত্র বিতরণ করা হবে। প্রতি আবেদনপত্রের জন্য দলীয় তহবিলে ৩০ হাজার টাকা জমা দিতে হবে। জাসদের দলীয় মনোনয়নপত্র বিতরণ শুরু আজ থেকে ॥ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাসদের দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন প্রত্যাশীদের কাছে আজ শনিবার সকাল ১০টা থেকে দলীয় মনোনয়নপত্র বিতরণ শুরু হবে। তৃণমূল কমিটি ও জেলা কমিটির সুপারিশকৃত জাসদের দলীয় মনোনয়ন প্রত্যাশীদের দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করার জন্য অনুরোধ জানানো হয়েছে। ইসলামী ঐক্যজোটের বিক্রি কাল থেকে ॥ আগামীকাল রবিবার সকাল ১০টা থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশীদের মনোনয়নপত্র বিক্রি করবে ইসলামী ঐক্যজোট। এদিকে নির্বাচনে অংশ নিচ্ছে হাফেজ্জী হুজুর রহ. প্রতিষ্ঠিত বাংলাদেশ খেলাফত আন্দোলন। রবিবার সকাল ১০টায় খেলাফত আন্দোলনের মনোনীত প্রার্থীদের সাক্ষাতকার নেয়া হবে।
×