ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আজ শহীদ নূর হোসেন দিবস

প্রকাশিত: ০৫:০৩, ১০ নভেম্বর ২০১৮

 আজ শহীদ নূর হোসেন দিবস

বিশেষ প্রতিনিধি ॥ আজ ১০ নবেম্বর। শহীদ নূর হোসেন দিবস। বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার সংগ্রাম-আন্দোলনে এক অবিস্মরণীয় দিন। ১৯৮৭ সারের এই দিনটি ছিল সামরিক স্বৈরশাসকের বিরুদ্ধে ক্ষুব্ধ জনতার উত্তাল আন্দোলনের অগ্নিঝরা দিন। এ দিনে হাজারো প্রতিবাদী যুবকের সঙ্গে জীবন্ত পোস্টার হয়ে রাজপথে নেমে এসেছিল যুবলীগ কর্মী নূর হোসেনও। তার বুকে-পিঠে উৎকীর্ণ ছিল ‘গণতন্ত্র মুক্তি পাক, স্বৈরাচার নিপাত যাক’- এই জ্বলন্ত স্লোগান। গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে অকুতোভয় সেই যুবকের অগ্নিঝরা স্লোগান সহ্য হয়নি তৎকালীন স্বৈরশাসকের। স্বৈরাচারের লেলিয়ে দেয়া বাহিনী নির্বিচারে গুলি চালিয়ে তার বুক ঝাঁজরা করে দেয়। গুলিতে আরও শহীদ হন যুবলীগ নেতা নুুরুল হুদা বাবুল ও কিশোরগঞ্জ বাজিতপুরের ক্ষেতমজুর নেতা আমিনুল হুদা টিটোও। নূর হোসেনের আত্মত্যাগ স্বৈরাচারবিরোধী আন্দোলন আরও বেগবান ও তিন জোটের সংগ্রাম অপ্রতিরোধ্য রূপ লাভ করে। এই আন্দোলনের জোয়ারে ‘৯০ সালের শেষ দিকে ভেসে যায় স্বৈরাচারের তক্তপোষ। পতন ঘটে স্বৈরাচার এরশাদ সরকারের। দেশে কায়েম হয় দীর্ঘদিনের লালিত স্বপ্ন গণতন্ত্র। এরপর থেকে শহীদ নূর হোসেন গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক হয়ে ওঠেন। এরপর থেকে প্রতিবছর যথাযোগ্য মর্যাদায় শহীদ নূর হোসেন দিবস হিসেবে পালিত হচ্ছে। প্রতি বছরের মতো এবারও বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন দিবসটি উপলক্ষে বিস্তারিত কর্মসূচী গ্রহণ করেছে। এসব কর্মসূচীর মধ্যে রয়েছে শহীদের মাজারে পুষ্পস্তবক অর্পণ, শহীদ নূর হোসেন স্কোয়ারে শ্রদ্ধার্ঘ্য নিবেদন, আলোচনা সভা ও সেমিনার। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক পৃথক বাণী দিয়েছেন। শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে আওয়ামী লীগ আজ সকাল সাড়ে ৮টায় শহীদ নূর হোসেন স্কোয়ারে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে তার প্রতি শ্রদ্ধা জানাবে। ওয়ার্কার্স পার্টি ও জাসদ একই স্থানে শ্রদ্ধা জানাবে। গণতান্ত্রিক বাম মোর্চা, গণফোরাম, আওয়ামী লীগের সহযোগী সংগঠনসমূহ, শহীদ নূর হোসেন স্মৃতি সংসদ, শহীদ নুরুল হুদা বাবুল স্মৃতি পরিষদ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, কৃষক শ্রমিক মুক্তি আন্দোলনসহ বিভিন্ন সংগঠনও শ্রদ্ধা জানাবেন বীর এই শহীদের প্রতি। যুবলীগ শ্রদ্ধা নিবেদন ছাড়াও জুরাইন কবরস্থানে শহীদ নূর হোসেন ও নুরুল হুদা বাবুলের কবরে পুষ্পার্ঘ্য অর্পণ, ফাতেহা পাঠ ও মোনাজাত করবে। স্বেচ্ছাসেবক লীগও শহীদের কবরে শ্রদ্ধা নিবেদন, কবর জিয়ারত ও মোনাজাত করবে। শহীদ নূর হোসেন সংসদ শ্রদ্ধা নিবেদন ছাড়াও বিকেলে মিরপুরে শহীদ নুর হোসেনের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাত করবে। গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় রাজপথে নেমে আসুন- সিপিবি ॥ কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক মোঃ শাহ আলম শহীদ নূর হোসেন ও শহীদ সৈয়দ আমিনুল হুদা টিটো দিবস উপলক্ষে স্বৈরাচারবিরোধী গণতান্ত্রিক আন্দোলনের সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন। নেতৃবৃন্দ এক বিবৃতিতে বলেছেন, যে স্বপ্ন নিয়ে নূর হোসেন, সৈয়দ আমিনুল হুদা টিটো, তাজুল ইসলাম, ডাঃ মিলনসহ অসংখ্য মানুষ স্বৈরাচারবিরোধী গণতান্ত্রিক আন্দোলনে জীবন উৎসর্গ করেছিলেন, সেই স্বপ্ন পূরণ দূরে থাক, দেশ এখন সেই স্বপ্নের বিপরীত দিকে চলছে। দেশবাসী এখনও প্রকৃত গণতন্ত্রের স্বাদ পায়নি। নেতৃবৃন্দ আরও বলেন, গণআন্দোলনের ভেতর দিয়ে অর্জিত ন্যূনতম ভোটের অধিকারও কেড়ে নেয়া হয়েছে। ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনের ন্যায় আরও একটি লোক দেখান প্রহসনের নির্বাচনের দ্বারপ্রান্তে বাংলাদেশের মানুষ। সংলাপ শেষ না করেই তড়িঘড়ি করে তফসিল ঘোষণার মধ্য দিয়ে অবাধ-নিরপেক্ষ-অংশগ্রহণমূলক-গ্রহণযোগ্য নির্বাচনের জন আকাক্সক্ষাকে ছুরিকাঘাত করা হয়েছে। নেতৃবৃন্দ শাসকশ্রেণীর দ্বারা ভূলণ্ঠিত গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার জন্য দেশবাসীকে ’৯০-এর ন্যায় গণঅভ্যুত্থান ঘটানোর জন্য রাজপথে নেমে আসার আহ্বান জানান। আজ ১০ নবেম্বর সকাল ৮টায় রাজধানীর শহীদ নূর হোসেন স্কয়ারে (জিরো পয়েন্ট) এবং পরে মুক্তিভবনের সিপিবির কেন্দ্রীয় কার্যালয়ে শহীদ সৈয়দ আমিনুল হুদা টিটোর প্রতিকৃতিতে সিপিবির পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হবে।
×