ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ডাঃ জাফরুল্লাহর গ্রেফতার দাবিতে গৌরব ’৭১-এর বিক্ষোভ সমাবেশ

প্রকাশিত: ০৫:০০, ১০ নভেম্বর ২০১৮

 ডাঃ জাফরুল্লাহর গ্রেফতার দাবিতে গৌরব ’৭১-এর বিক্ষোভ সমাবেশ

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে বিতর্কিত করা, সেনাবাহিনীর প্রধান সম্পর্কে মিথ্যা তথ্য দিয়ে জাতিকে বিভ্রান্ত করাসহ বিভিন্ন অভিযোগে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডাঃ জাফরুল্লাহ চৌধুরীকে অবিলম্বে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে ‘গৌরব ৭১’। শুক্রবার বিকেলে জাতীয় জাদুঘরের সামনে ‘গৌরব ৭১’ এর পূর্ব ঘোষিত বিক্ষোভ সমাবেশে মুক্তিযুদ্ধের স্বপক্ষের বিভিন্ন সংগঠনের নেতারা এ দাবি জানায়। বিক্ষোভ সমাবেশে ‘গৌরব ’৭১’র সভাপতি এস এম মনিরুল ইসলাম মনিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এফ এম শাহীন খানের সঞ্চালনায় বক্তব্য রাখেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী মনোরঞ্জন ঘোষাল, গণজাগরণ মঞ্চের সংগঠক বাপ্পাদিত্য বসু, নারীনেত্রী নুরজাহান আক্তার সবুজা, মুক্তিযাদ্ধা সন্তান সমন্বয় পরিষদের সভাপতি মোঃ রাহান, মুক্তিযোদ্ধা রুহুল আমিন মজুমদার, ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’র সভাপতি মনিরুজ্জামান মনি ও সাতক্ষীরা-১ আসনের এমপি মোস্তফা লুৎফুল্লাহ প্রমুখ। শিল্পী মনোরঞ্জন ঘোষাল বলেন, ’৭১ সাল পর্যন্ত ডাঃ জাফরুল্লাহ ভাল মানুষ ছিলেন। ’৭১ এর পরে নানা অপকর্মে তিনি বর্তমানে একজন ঘৃণিত মানুষে পরিণত হয়েছেন। বর্তমানে তিনি মৌলবাদীদের দিয়ে এদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত। অবিলম্বে তাকে এ মুক্তিযুদ্ধের দেশে অবাঞ্ছিত ঘোষণা করা উচিত। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে বিতর্কিত করা, সেনাপ্রধান সম্পর্কে মিথ্যা তথ্য দিয়ে জাতিকে বিভ্রান্ত করার দায়ে তার বিরুদ্ধে সাইবার ২০(৫) ও ২০(৯) ধারা অনুযায়ী ব্যবস্থা নেয়া উচিত। বাপ্পাদিত্য বসু ডাঃ জাফরুল্লাহকে একজন নব্য রাজাকার উল্লেখ করে তিনি বলেন, তিনি মুক্তিযুদ্ধের বিরুদ্ধে, এদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত রেখেছেন। ঐক্যফ্রন্টের সমালোচনা করে তিনি বলেন, জাতীয় ঐক্যফ্রন্টের অনেকে নিজেদের মুক্তিযোদ্ধা দাবি করে। তাহলে কেন আপনারা মুক্তিযুদ্ধবিরোধী বিএনপি-জামায়াতের সঙ্গে ঐক্য করলেন? নুরজাহান আক্তার সবুজা বলেন, স্বাধীনতার ৪৭ বছরেও পাকিস্তানী প্রেতাত্মরা এখনও বাংলাদেশে ষড়যন্ত্র করছে। আজকে দেশ দু’ভাগে বিভক্ত। এক পক্ষ হলো স্বাধীনতার পক্ষের শক্তি, আরেকপক্ষ স্বাধীনতাবিরোধী রাজাকাররা। আজকে আমরা যারা স্বাধীনতার পক্ষের শক্তি আছি আমাদের ঐক্যবদ্ধ হয়ে ‘রাজাকার’ জাফরুল্লাহদের প্রতিহত করতে হবে। এফ এম শাহীন বলেন, আজকে ডাঃ জাফরুল্লাহ দেশকে বিতর্কিত করতে, সেনাবাহিনীকে বিতর্কিত করতে ষড়যন্ত্র করেই চলেছেন। ডাঃ জাফরুল্লাহকে অবিলম্বে গ্রেফতার করুন। তা না হলে মুক্তিযুদ্ধের পক্ষের সংগঠনগুলো রাজপথে নামবে।
×