ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নিরপেক্ষ নির্বাচন না হলে ইতিহাসে দায়ী হয়ে থাকবেন ॥ বি চৌধুরী

প্রকাশিত: ০৪:৫৯, ১০ নভেম্বর ২০১৮

 নিরপেক্ষ নির্বাচন না হলে ইতিহাসে দায়ী হয়ে থাকবেন ॥ বি চৌধুরী

স্টাফ রিপোর্টার ॥ বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট ও যুক্তফ্রন্ট চেয়ারম্যান অধ্যাপক ডাঃ এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী নির্বাচন কমিশনের উদ্দেশে বলেছেন, ‘সংবিধান আপনাদের যথেষ্ট ক্ষমতা দিয়েছে, এই ক্ষমতার বাইরে গেলে ইতিহাসে দায়ী হয়ে থাকবেন।’ শুক্রবার জাতীয় প্রেসক্লাবে ‘বাংলাদেশ জনদল’ এর প্রধান উপদেষ্টা এ আর সামাদের স্মরণসভায় তিনি এ কথা বলেন। বদরুদ্দোজা চৌধুরী বলেন, ‘নির্বাচন কমিশন এখন রাষ্ট্রপতির অধীনে, ফলে রাষ্ট্রপতিও এই দায় এড়াতে পারবেন না। নিরপেক্ষ নির্বাচন যদি না হয়, লেভেল প্লেয়িং ফিল্ড না হয় তবে ইতিহাসে দায়ী হয়ে থাকবেন বর্তমান রাষ্ট্রপতি এবং নির্বাচন কমিশন।’ যুক্তফ্রন্টের এই নেতা বলেন, ‘৫ বছর পর পর জাতীয় নির্বাচন হয়। এই নির্বাচন সুন্দরভাবে করা উচিত। প্রত্যেকটি দল যাতে তাদের প্রার্থী বাছাই করতে পারে সেজন্য একটু সময় দেয়া দরকার। এজন্য নির্বাচন কমিশনের কাছে আমি নির্বাচনের সময় ৭ দিন পেছানোর দাবি জানাই। আশা করি আমার দাবির প্রতি তারা গুরুত্ব দেবে। নির্বাচন কমিশনের নির্বাচন পরিচালনায় সত্যিকারের নিরপেক্ষতা দেখাতে হবে উল্লেখ করে তিনি বলেন, ‘নির্বাচন কমিশন এখন আর সরকারের অধীনে নেই, তারা এখন রাষ্ট্রপতির অধীনে। তাই সাহসী ভূমিকা নিয়ে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করুন। মাঠ উঁচু-নিচু থাকলে মাঠে খেলা হয় না।’ এ সময় তিনি সংসদ ভেঙে দেয়া অথবা সংসদ সদস্যদের নিষ্ক্রিয় করার জোর দাবি জানান। সিপিবির ব্রিফিং ॥ বাংলাদেশ কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেছেন, চলমান সঙ্কট থেকে উত্তরণের জন্য সরকারের সঙ্গে বিরোধী রাজনৈতিক দলগুলোর যে সংলাপ চলছিল, সেই সংলাপের সম্ভাবনাকে এক তরফাভাবে তফসিল ঘোষণার মাধ্যমে নির্বাচন কমিশন নাকচ করে দিয়েছে। সংলাপের প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত তফসিল ঘোষণা না করতে আমরা নির্বাচন কমিশনকে বলেছিলাম। কিন্তু নির্বাচন কমিশন আমাদের মতামতকে গ্রাহ্য না করে সরকারের ছক মেনেই তফসিল ঘোষণা করেছে। সংলাপের তাৎপর্যকে ধূলিসাৎ করা হয়েছে। এক তরফা তফসিল ঘোষণা আসলে একতরফা নির্বাচনের একটা ফাঁদ ছাড়া কিছুই নয়। শুক্রবার বিকেলে মুক্তিভবনের মৈত্রী মিলনায়তনে অনুষ্ঠিত সিপিবির কর্মীদের এক ব্রিফিংসভায় কমরেড সেলিম এসব কথা বলেন। কর্মিসভায় আরও বক্তব্য রাখেন সিপিবির সাধারণ সম্পাদক কমরেড মোঃ শাহ আলম। সেলিম আরও বলেন, তড়িঘড়ি করে তফসিল ঘোষণার বিষয়টি উস্কানিমূলক। অবাধ, নিরপেক্ষ নির্বাচনের ন্যূনতম অনুকূল পরিবেশ নিশ্চিত না করে এবং বিরোধী দলকে অপ্রস্তুত ও দমন-পীড়নের মধ্যে রেখে তফসিল ঘোষণা কোনভাবেই গ্রহণযোগ্য নয়। মনোনয়নপত্র জমা দেয়ার জন্য মাত্র ১০ দিন সময় বেঁধে দেয়াও অগ্রহণযোগ্য। মনোনয়নের জন্য প্রয়োজনীয় সময় না দিয়ে, নির্বাচন কমিশন তৃণমূল থেকে দলীয় মনোনয়নের গণতান্ত্রিক চর্চার বিষয়টিও উপেক্ষা করেছে। বড়দিনের মাত্র ২ দিন আগে নির্বাচনের তারিখ ঘোষণাও উপযুক্ত নয়। সেলিম আরও বলেন, সব দলের অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে হলে অবাধ নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচনের জন্য অনুকূল পরিবেশ নিশ্চিত করতে হবে।
×