ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

অপূর্ব-তিশার ‘অপরিচিতা তুমি’

প্রকাশিত: ০৪:৩৩, ১০ নভেম্বর ২০১৮

 অপূর্ব-তিশার ‘অপরিচিতা তুমি’

স্টাফ রিপোর্টার ॥ সম্প্রতি নির্মিত হয়েছে এক ঘণ্টার বিশেষ নাটক ‘অপরিচিতা তুমি’। রিফাত আদনান পাপনের রচনায় ‘অপরিচিতা তুমি’ নাটকটি পরিচালনা করেছেন এই সময়ের তরুণ নির্মাতা নাজমুল রনি। নাটকে জুটি বেঁধে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব ও তাসনুভা তিশা। এছাড়াও অভিনয় করেছেন পীরজাদা শহীদুল হারুন, সিয়ামসহ আরও অনেকে। নির্মাতা নাজমুল রনি জানান ফ্যাক্টর থ্রি সলিউশন্স পরিবেশিত ও প্রযোজিত ‘অপরিচিতা তুমি’ নাটকটি আগামী ২২ নবেম্বর রাত ১০টায় এশিয়ান টিভিতে প্রচার হবে। ‘অপরিচিতা তুমি’ নাটকের কাহিনীতে দেখা যাবে সঙ্গীতপ্রিয় মানুষ শুভ। পড়াশোনা শেষে গানের নেশাকেই পেশা করে নিবে বলে ঠিক করেছে সে। শিল্প মন সদা জাগ্রত থাকলেও তার জীবনে কেউ আসতে চেয়েও পারেনি, কারণ সেই কাক্সিক্ষত মানুষটির জন্য চুপিচুপি আজ অবধি প্রহর গুনে বেড়াচ্ছে শুভ, যে কিনা তার অগোছালো জীবনের অষ্টপ্রহরের ফাঁকে চৈতালি রূপে এসে সবকিছু গুছিয়ে দিবে, তার ঠোঁটে চৈতালি দুপুরের রোদ্দুরের মতো হাসি হয়ে ফুটবে। কখনও বা তার হৃদয়াকাশে না বলা চৈতালি মেঘের মতো ডানা মেলে ঘুরবে। একদিন বিকেলে হঠাৎ সেই এক ফালি চৈতালি রোদ্দুর তার চোখে ঝিলিক খেয়ে যায়। রাস্তায় স্কুটি চালিয়ে যাওয়া একটা মেয়েকে দেখে চোখ আটকে যায় শুভর। ঠিক সেই সময় স্কুটির পেছনে রাখা হ্যালমেটটা পড়ে গিয়ে বৃষ্টি নামের মেয়েটার সঙ্গে একটা মিষ্টি পরিচয়পর্ব সাজায় প্রকৃতি। সেখান থেকেই তাদের পরিচয়টা ক্রমশ বন্ধুত্বের দিকে এগোয় এবং শুভ বুঝতে পারে তার জীবনের পুঞ্জিকাতে চৈত্রমাস আর সোনালি রোদ্দুর সত্যিই চলে এসেছে। বন্ধুত্ব গাঢ় হওয়ার কালে বৃষ্টির মনেমনে পুষে রাখা কিছু ইচ্ছের কথা জানতে পারে শুভ। পরদিন থেকে বৃষ্টির সব ইচ্ছেগুলোকে আপন করে নিয়ে তা একে একে পূরণের জন্য নানান পরিকল্পনা করে শুভ এবং এর মধ্য দিয়ে দু’জনার সম্পর্ক আরও নিবিড় হয়। ভালবেসে ফেলে তারা এবং তারা তাদের ভালবাসাকে প্রাণবন্ত ও সবার থেকে আলাদা রাখার জন্য প্রতিনিয়ত নানা তত্ত্ব বের করে তা প্রয়োগ করতে থাকে যাতে তারা একে অপরের কাছে কখনও পুরনও হয়ে না যায়। এভাবেই গল্পটি সামনের দিকে এগিয়ে যায়। নাটকে অভিনয় প্রসঙ্গে অপূর্ব বলেন, খুবই সুন্দর গল্পের একটি নাটক ‘অপরিচিতা তুমি’। সমসাময়িক একটি গল্প। রনির সঙ্গে আগেও কাজ করেছি। রনি বেশ যত্ন নিয়ে কাজটি করেছেন। আশাকরি নাটকটি দর্শকদের ভাল লাগবে। তাসনুভা তিশা বলেন, নাটকের গল্পটি অনেক সুন্দর। অপূর্ব ভাইয়ার সঙ্গে অভিনয়ের প্রতিটি মুহূর্ত দারুণ উপভোগ করেছি। এটা সবাই জানেন, তিনি অনেক ভাল একজন অভিনেতা এবং অনেক সহযোগিতাপরায়ণ। আমি নাটকটি নিয়ে খুবই আশাবাদী। দর্শকও নাটকটি আশাকরি উপভোগ করবেন।
×