ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

প্রধানমন্ত্রীর অনুদান পেলেন শোবিজের চার তারকা

প্রকাশিত: ০৪:৩৩, ১০ নভেম্বর ২০১৮

প্রধানমন্ত্রীর অনুদান পেলেন শোবিজের চার তারকা

স্টাফ রিপোর্টার ॥ অসুস্থ শিল্পীদের চিকিৎসাসহ অসহায়ত্ব দূর করতে শোবিজের চার তারকার পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চলচ্চিত্র অভিনেতা প্রবীর মিত্র, অভিনেত্রী রেহানা জলি, নূতন ও কণ্ঠশিল্পী কুদ্দুস বয়াতিকে মোট ৯০ লাখ টাকার সঞ্চয়পত্র অনুদান হিসেবে প্রদান করেছেন প্রধানমন্ত্রী। বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রী গণভবনে শিল্পীদের হাতে অনুদাচের চেক হস্তান্তর করেন। এ সময় চার শিল্পী উপস্থিত থেকে প্রধানমন্ত্রীর হাত থেকে এই অনুদান গ্রহণ করেন। এর মধ্যে চলচ্চিত্রের বর্ষীয়ান অভিনেতা প্রবীর মিত্র ২৫ লাখ, অভিনেত্রী নূতন ২০ লাখ, রেহেনা জলি ২৫ লাখ এবং শিল্পী কুদ্দুস বয়াতি পেয়েছেন ২০ লাখ টাকার অনুদান। শিল্পী ঐক্য জোটের সভাপতি ও অভিনেতা ডি এ তায়েবের পরামর্শে সংগঠনটির সাধারণ সম্পাদক ও নাট্য নির্মাতা জিএম সৈকতের তত্ত্বাবধানে প্রধানমন্ত্রীর কাছে কয়েকদিন আগে আবেদন করেন কুদ্দুস বয়াতি বাদে বাকি তিনশিল্পী। অনুদান গ্রহণের সময় শিল্পী ঐক্য জোটের পক্ষে উপস্থিত ছিলেন নাট্য নির্মাতা জিএম সৈকত। তিনি বিষয়টি নিশ্চিত করেন। অনুদান প্রাপ্তির পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় অভিনেতা প্রবীর মিত্র বলেন, প্রধানমন্ত্রী একজন ভাল মনের মানুষ। হাজার হাজার মানুষ তার সঙ্গে সাক্ষাত করার জন্য অপেক্ষা করছেন, কত সমস্যা সামনে অথচ তিনি যখন আমাদের হাতে সঞ্চয়পত্র তুলে দিলেন তখন তার মুখে হাসি। এতো ঝামেলার মধ্যেও যিনি হাসি মুখে শিল্পীদের কদর করেন তার কাছে কৃতজ্ঞতা জানানোর ভাষা নেই। রেহেনা জলি বলেন, বেশ কয়েকমাস ধরে আমি বেশ অসুস্থ। ক্যান্সারে আক্রান্ত হওয়ার পর প্রধানমন্ত্রীর কাছে সাহায্য কামনা করার পরপরই সাড়া পেলাম। তিনি আমার পাশে দাঁড়িয়েছেন। তিনি দেশের সত্যিকারের অভিভাবক। এছাড়া অনুদান দেয়ায় চলচ্চিত্র অভিনেত্রী নূতন এবং সঙ্গীতশিল্পী কুদ্দুস বয়াতিও প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন।
×