ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ইংল্যান্ডকে হারাতে ২ দিনে আরও ৪৪৭ রান প্রয়োজন স্বাগতিকদের

গল টেস্টে রানের পাহাড়ে চাপা শ্রীলঙ্কা

প্রকাশিত: ০৬:৫৬, ৯ নভেম্বর ২০১৮

গল টেস্টে রানের পাহাড়ে চাপা শ্রীলঙ্কা

স্পোর্টস রিপোর্টার ॥ সিরিজের প্রথম টেস্টে আজ গলে হার এড়ানোর জন্য পুরো ২ দিন টিকে থাকতে হবে শ্রীলঙ্কাকে। এ সময়ের মধ্যে তাদের হাতে থাকা ১০ উইকেট নিয়ে জেতারও যথেষ্ট সুযোগ আছে। তবে সে জন্য করতে হবে বিশ্বরেকর্ড সংখ্যক রান ৪৬২। তৃতীয়দিন শেষে এই রানের জয়ের লক্ষ্য নিয়ে নেমে বিনা উইকেটে ১৫ রান তুলেছে শ্রীলঙ্কা। এখনও ৪৪৭ রান প্রয়োজন তাদের। আগেরদিনেই ইংলিশরা দ্বিতীয় ইনিংসে বিনা উইকেটে ৩৮ রান তুলে এগিয়ে গিয়েছিল ১৭৭ রানে। তৃতীয়দিনে তারা কিটন জেনিংসের ক্যারিয়ারসেরা অপরাজিত ১৪৬ রানের সুবাদে ৬ উইকেটে ৩২২ রানে ইনিংস ঘোষণা করলে লিড পায় ৪৬১ রানের। আগেরদিন বিনা উইকেটে ৩৮ রান তুলেছিল ইংল্যান্ড। তবে তৃতীয়দিনের শুরুতেই ইংলিশরা উইকেট খুইয়েছে। ঘণ্টা না পেরোতেই রোরি বার্নস (২৩) সাজঘরে ফেরেন রান আউটের খপ্পরে পড়ে। এরপর দ্রুতই বিপর্যয়ের দিকে এগোতে থাকে ইংলিশরা। মঈন আলি (৩) ও জো রুট (৩) উভয়ে ব্যর্থ হয়েছেন। তবে জেনিংস দুর্দান্ত খেলেছেন। তার ক্যারিয়ারসেরা ইনিংসের কল্যাণেই দ্বিতীয় ইনিংসটিও বেশ সমৃদ্ধ হয়েছে ইংল্যান্ডের। তিনি চতুর্থ উইকেটে ১০৭ রানের জুটি গড়েন বেন স্টোকসের সঙ্গে। স্টোকস ৯৩ বলে ৪ চার, ৩ ছক্কায় ৬২ রান করার পর দিলরুয়ান পেরেরার অফস্পিনে বোল্ড হয়ে যান। কিন্তু জেনিংস ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি আদায় করে নেন। তার ইনিংসটি আরও বড় হয়েছে শেষদিকে জস বাটলারের ৩৫ ও বেন ফোকসের ৩৪ বলে ৩৭ রানের দুটি ইনিংসের সুবাদে। পঞ্চম উইকেটে বাটলারের সঙ্গে ৭৭ রানের জুটি গড়ার পথে ইংল্যান্ডের লিডকে চার শ’ ছুঁই ছুঁইয়ে নিয়ে যান জেনিংস। ফোকসের সঙ্গে ষষ্ঠ উইকেটে আরও ৬১ রান যোগ করেন তিনি। শেষ পর্যন্ত জেনিংস ক্যারিয়ারসেরা ১৪৬ রানে অপরাজিত থাকেন। ২৮০ বলে ৯ চারে এ রান করেন জেনিংস। ৬ উইকেটে ৩২২ রান তুলে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে ইংল্যান্ড। ফলে তাদের ৪৬১ রানের লিড দাঁড়ায়। ২টি করে উইকেট নেন দিলরুয়ান ও রঙ্গনা হেরাথ। ৪৬২ রানের অসম্ভব একটি লক্ষ্য এখন লঙ্কানদের সামনে। গল টেস্টে জিততে হলে এই বিশ্বরেকর্ড সংখ্যক রান তাড়া করতে হবে। সে জন্য পুরো দু’দিন সময় পাচ্ছে তারা। জিততে না পারলেও ড্র করতে হলে অন্তত অলআউট হওয়া যাবে না। কিন্তু প্রথম ইনিংসে মাত্র ২০৩ রান করা লঙ্কানদের জন্য কাজটি বেশ কঠিনই। তাছাড়া টেস্ট ম্যাচের চতুর্থ ও পঞ্চমদিনে ব্যাটসম্যানদের টিকে থাকা অনেক বড় চ্যালেঞ্জের। তাদের বেশ ব্যাকফুটেই ঠেলে দিয়েছে সফরকারীরা। যদিও তৃতীয়দিনটা বেশ নির্বিঘেœই শেষ করেছে লঙ্কানরা বিনা উইকেটে ১৫ রান তুলে। এখনও ৪৪৭ রান প্রয়োজন তাদের জয় তুলে নেয়ার জন্য। স্কোর ॥ ইংল্যান্ড প্রথম ইনিংস ॥ ৩৪২/১০; ৯৭ ওভার (ফোকস ১০৭, স্যাম কুরান ৪৮, জেনিংস ৪৬, রুট ৩৫, আদিল ৩৫; দিলরুয়ান ৫/৭৫, লাকমাল ৩/৭৩) ও দ্বিতীয় ইনিংস ॥ ৩২২/৬; ৯৩ ওভার (জেনিংস ১৪৬*, স্টোকস ৬২, ফোকস ৩৭, বাটলার ৩৫; হেরাথ ২/৫৯, দিলরুয়ান ২/৯৪)। শ্রীলঙ্কা প্রথম ইনিংস ॥ ২০৩/১০; ৬৮ ওভার (ম্যাথুস ৫২, চান্দিমাল ৩৩, ডিকভেলা ২৮; মঈন ৪/৬৬, আদিল ২/৩০, লিচ ২/৪১) ও দ্বিতীয় ইনিংস ॥ ১৫/০; ৭ ওভার (কৌশল ৮*, করুনারতেœ ৭*)। *তৃতীয়দিন শেষে
×