ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

স্বাগতিক মিয়ানমারের কাছে ধরাশায়ী সাবিনারা

প্রকাশিত: ০৬:৫৫, ৯ নভেম্বর ২০১৮

স্বাগতিক মিয়ানমারের কাছে ধরাশায়ী সাবিনারা

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশের নারী জাতীয় ফুটবল দলের জন্য ভাল মানের কোচ প্রয়োজন। বিষয়টা আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে এবমার মিয়ানমারে। বর্তমান কোচ সিনিয়রদের জন্য যথেষ্ট নয়। তার জন্য উপযুক্ত জুনিয়র দলই। বিষয়টা নিয়ে ভাবা উচিত বাংলাদেশ ফুটবল ফেডারেশনের। ভুল করলেই তার মাসুল দিতে হয়। আর একাধিক ভুল করলে তো কথাই নেই, তার খেসারত দিতে হয় চরমভাবে। বৃহস্পতিবার ইয়াঙ্গুনের থুয়ুন্না স্টেডিয়ামে অনুষ্ঠিত ওমেন্স অলিম্পিক ফুটবল টুর্নামেন্ট ২০২০ এশিয়ান বাছাই প্রথম রাউন্ডের খেলায় (গ্রুপ ‘সি’) স্বাগতিক মিয়ানমারের কাছে ৫-০ গোলে ধরাশায়ী হয়েছে বাংলাদেশ। একইদিনে অনুষ্ঠিত অপর ম্যাচে ভারত ১-১ গোলে ড্র করে নেপালের সঙ্গে। আগামী ১১ নবেম্বর দ্বিতীয় ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। যদিও হারলেও ম্যাচের প্রথম ৩২ মিনিট পর্যন্ত বেশ ভালমতোই সমানতালে লড়াই করেছে সাবিনাবাহিনী। অনভিজ্ঞ বাংলাদেশের মেয়েরা লড়াকু ফুটবল উপহার দেয়। আক্রমণ এবং বল পজিশনে স্বাগতিকরা অনেক এগিয়ে ছিল। কিন্তু পাল্টা আক্রমণে সাবিনা খাতুন-স্বপ্নারাও প্রতিপক্ষের রক্ষণে ভয় জাগিয়েছিলেন। আক্রমণ করার চেয়ে রক্ষণেই বেশি মনোযোগ ছিল মেয়েদের। মিয়ানমারের শক্তি সম্পর্কে তারা অবগত। আর এই দলটির বিপক্ষে অতীতে খেলার অভিজ্ঞতাও নেই। নতুন চ্যালেঞ্জে শুরুটা খারাপ ছিল না। রক্ষণভাগের খেলোয়াড়রাও প্রাণপণ লড়াই করেন। প্রথম গোলের আগ পর্যন্ত বাংলাদেশের রক্ষণের মেয়েরা দুর্দান্ত ছিল। কিন্তু ৩৩ মিনিটে মিয়ানমারের কর্নারে এলোমেলো হয়ে যায়। মিয়ানমারের এক খেলোয়াড়ের নেয়া কর্নারটি ক্লিয়ার করতে পারেননি আঁখি।
×