ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ঢাকা একাদশের সিরিজ জয় কলকাতাকে হারিয়ে

প্রকাশিত: ০৬:৫৪, ৯ নভেম্বর ২০১৮

ঢাকা একাদশের সিরিজ জয় কলকাতাকে হারিয়ে

স্পোর্টস রিপোর্টার ॥ কলকাতা ওয়ারিয়র্সের কারিগর ইমরান আজাদ স্বীকার করলেন, ‘বাংলাদেশে আসার আগে তাদের খেলা সম্বন্ধে কোন ধারণাই ছিল না। শুধু শুনেছি নতুন দল গঠিত হচ্ছে। তাদের উৎসাহ দিতেই আমাদের এখানে আসা। এখানে এসে তো দেখি হিতে বিপরীত। তবে কোচ এবং সংগঠক হিসেবে বলতে চাই, তোমরা এদের দেখভাল কর। অনেক প্রতিভা আছে, এটিকে নষ্ট হতে দিও না। আমার তো মন চাইছে এদের দিয়ে একটি দল গঠন করি। তারা একটু ইশারাতেই অনেক কিছু বুঝে যায়।’ ইমরানের কথাতেই পরিষ্কার- বাংলাদেশের মহিলা খেলোয়াড়রা স্বীয় নৈপুণ্যে সমুজ্জ্বল হয়ে তাকে মুগ্ধ করেছে। বৃহস্পতিবার বাংলাদেশ জাতীয় দলের মোড়কে ঢাকা একাদশ আন্তর্জাতিক আমন্ত্রণমূলক তিন ম্যাচ হকি সিরিজে ৩-০ গোলে কলকাতা ওয়ারিয়র্স এ্যাথলেটিক মহিলা হকি দলকে হারিয়ে সিরিজ জিতে নিল। প্রথম ম্যাচে ঢাকা জিতেছিল ২-০ গোলে। আজ কোন খেলা নেই। আগামীকাল তৃতীয় ম্যাচে মওলানা ভাসানীতে বেলা তিনটায় মুখোমুখি হবে উভয় দল। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত দ্বিতীয় ম্যাচের শুরুতেই লিড নেয় বাংলাদেশের মেয়েরা। মাত্র ৬ মিনিটে পিসি থেকে গোল আদায় করে নেন জয়িতা (১-০)। ৪৪ মিনিটে সাদিয়া-তারিনের কম্বিনেশন থেকে বল পেয়ে দারুণ কানেক্টে গোল করেন নাদিরা (২-০)। ৪৮ মিনিটে গোলমুখে জটলা থেকে গোল করেন তারিন আক্তার খুশী (৩-০)। প্রতিবছরই কলকাতায় মহিলা হকি লীগ হয়। আর এই কলকাতা ওয়ারিয়র্স দলটি কখনও তলানিতে থাকে না। ভাল একটা অবস্থানে থেকেই এই দলের মহিলা খেলোয়াড়রা চেষ্টা করছে ভারতীয় মহিলা হকির মূল দলে সুযোগ পেতে। আর বাংলাদেশ মাত্রই দল গড়ার কাজে মনোনিবেশ করেছে। এককথায় হাঁটি হাঁটি পা পা।
×