ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ফেডারেশন কাপ ফুটবল ॥ আবাহনী ৩-২ আরামবাগ

শেষ মুহূর্তের ঝলকে সেমিতে আবাহনী

প্রকাশিত: ০৬:৫৪, ৯ নভেম্বর ২০১৮

শেষ মুহূর্তের ঝলকে সেমিতে আবাহনী

স্পোর্টস রিপোর্টার ॥ চ্যাম্পিয়ন হওয়ার চেয়ে তা ধরে রাখা কঠিন। বৃহস্পতিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ফেডারেশন কাপের প্রথম কোয়ার্টার ফাইনালে আরেকটু হলেই বিদায়ঘণ্টা বেজে যেত বর্তমান চ্যাম্পিয়ন ঢাকা আবাহনী লিমিটেডের। দু’দু’বার পিছিয়ে পড়েছিল ১০ বারের চ্যাম্পিয়নরা। কিন্তু শেষ মুহূর্তের ঝলকে ঠিকই শেষ চারে নাম লেখালো ‘দ্য স্কাই ব্লু ব্রিগেড’ খ্যাত আবাহনী। ৩-২ গোলে তারা হারিয়েছে তিনবারের রানার্সআপ আরামবাগ ক্রীড়া সংঘকে। খেলার প্রথমার্ধের স্কোরলাইন ছিল ২-২। ‘সি’ গ্রুপে ১০ বারের শিরোপাধারী ‘দ্য স্কাই ব্লু ব্রিগেড’ খ্যাত আবাহনী ১-০ গোলে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্রকে হারিয়ে শুভসূচনা করলেও পরের ম্যাচে একবারের চ্যাম্পিয়ন ও ‘বেঙ্গল ব্লুজ’ খ্যাত শেখ রাসেল ক্রীড়াচক্রের কাছে একই ব্যবধানে হেরে হোঁচট খায়। তবে মুক্তিযোদ্ধা দুই ম্যাচেই হেরে যাওয়াতে গ্রুপ রানার্সআপ হয়ে (৩ পয়েন্ট) কোয়ার্টার ফাইনালে নাম লেখায় আবাহনী। পক্ষান্তরে আরামবাগ উঠে আসে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে। নিজেদের প্রথম খেলায় তারা ৩-১ গোলে রহমতগঞ্জকে হারায়। পরের ম্যাচেও জয়ের ধারা বজায় রাখে চট্টগ্রাম আবাহনীকে হারিয়ে। তবে জয়ের জন্য টাইব্রেকারের আশ্রয় নিতে হয়। টাইব্রেকারের স্কোরলাইন ছিল ৪-২ (২-২)। মূলত চট্টগ্রাম আবাহনীর সঙ্গে ৯০ মিনিটের ম্যাচ শেষে আরামাবাগের গোল, গোল পার্থক্য ও পয়েন্ট সব সমান হয়ে যায়। তখন কোন্ দল গ্রুপসেরা হবে সেটা নির্ধারণের জন্য বাইলজ অনুযায়ী টাইব্রেকার অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার আবাহনীর সঙ্গে ম্যাচের শুরু থেকেই সমানতালে লড়াই করতে থাকে তারুণ্যনির্ভর দল আরামবাগ। ৭ মিনিটে গোল করে এগিয়ে যায় ‘রাইজিং স্ট্রেন্থ’ খ্যাত। ক্যামেরুনের পল এমিলের বাড়িয়ে দেয়া বল চিনেদু ম্যাথিউ বুক দিয়ে রিসিভ করে সামনে দাঁড়ানো শাহরিয়ার বাপ্পীকে দিলে ডান পায়ের গড়ানো শটে গোলরক্ষক শহীদুল আলম সোহেলকে পরাস্ত করেন তিনি (১-০)। ৩০ মিনিটে জটলার ভেতর থেকে প্রতিপক্ষ ডিফেন্ডারদের কাটিয়ে দ্বিতীয় প্রচেষ্টায় আবাহনীকে সমতায় ফেরান সানডে চিজোবা (১-১)। ৩৩ মিনিটে আাবাহনীর গোলরক্ষক আরামবাগের শাহরিয়ার বাপ্পীকে বক্সে অবৈধভাবে বাধা দিলে রেফারি তাকে হলুদ কার্ড এবং আরামবাগের পক্ষে পেনাল্টির বাঁশি বাজান। পেনাল্টি থেকে চমৎকার শটে আরামবাগকে আবারও এগিয়ে দেন নরমাতোভিচ (২-১)। ৪৪ মিনিটে বক্সের সামনে থেকে ডান পায়ের দারুণ শটে গোল করে আবাহনীকে সমতায় ফেরান সোহেল রানা (২-২)। ইনজুরি টাইমে আবাহনীর হয়ে ‘মহামূল্যবান’ গোলটি করেন হাইতিয়ান ফরোয়ার্ড কারেভেন্স ফিলস্ বেলফোর্ট। সতীর্থের পাসে প্রায় ফাঁকায় বল পেয়ে জালে ঠেলে দিয়ে আবাহনীর জয় নিশ্চিত করেন তিনি। (৩-২)।
×