ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

দায় ফুটবলারদের বললেন লালনা

প্রকাশিত: ০৬:৫৩, ৯ নভেম্বর ২০১৮

দায় ফুটবলারদের বললেন লালনা

স্পোর্টস রিপোর্টার ॥ উয়েফা চ্যাম্পিয়ন্স লীগে গ্রুপপর্বের চার ম্যাচে দুটিতে জয়ের দেখা পেয়েছে লিভারপুল। এছাড়া বাকি দুই ম্যাচে পরাজয়ের স্বাদ পেয়েছে অলরেডরা। মঙ্গলবার সার্বিয়ান ক্লাব রেডস্টার বেলগ্রেডের কাছেও ২-০ গোলে লজ্জাজনকভাবে হেরেছে জার্গেন ক্লপের দল। ফলে এই প্রথম চ্যাম্পিয়ন্স লীগে টানা তিনটি এ্যাওয়ে ম্যাচে লজ্জাজনকভাবে পরাজয়ের স্বাদ পেল ইংলিশ জায়ান্টরা। তবে দলের এমন বাজে পারফর্মেন্সের দায় খেলোয়াড়দেরই নিতে হবে বলে মন্তব্য করেছেন লিভারপুলের তারকা ফুটবলার এডাম লালনা। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘খেলোয়াড় হিসেবে এর পুরো দায়টা আমাদেরই নিতে হবে। সেই সঙ্গে নিশ্চিত করতে হবে এমনটা যেন ভবিষ্যতে আর না ঘটে।’ উয়েফা চ্যাম্পিয়ন্স লীগের ‘সি’ গ্রুপে দুই ম্যাচে জয় আর সমানসংখ্যক ম্যাচে হারায় ছয় পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে অবস্থান করছে লিভারপুল। সমান সংখ্যক ম্যাচ থেকে সমান পয়েন্ট নিয়েও গোল ব্যবধানে এগিয়ে থাকার কারণে সবার ওপরে রয়েছে ইতালিয়ান জায়ান্ট নেপোলি। তবে লালনা মনে করেন শেষ ষোলোতে যাওয়ার সুযোগ এখনও তাদের হাতে। এ বিষয়ে তিনি বলেন, ‘এখনও এটা আমাদের হাতে...। যদি পরের দুই ম্যাচেই জিতি তাহলেই আমরা শেষ ষোলোতে পৌঁছে যাব। তবে আমরা দারুণ সুযোগ মিস করেছি।’ চট্টগ্রাম বিভাগীয় অনুর্ধ-২০ ফুটবল ক্যাম্প স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ জেলা ও বিভাগীয় ফুটবল এ্যাসোসিয়েশনের (বিডিডিএফএ) উদ্যোগে অনুষ্ঠিতব্য ‘শেখ কামাল অনুর্ধ-২০ জাতীয় ফুটবল টুর্নামেন্টের (প্রস্তাবিত)’ জন্য বিভাগীয় ফুটবল দল গঠনের কার্যক্রম শুরু হচ্ছে চট্টগ্রাম বিভাগ থেকে। ১১ নবেম্বর চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে চট্টগ্রাম বিভাগের ১১টি জেলা থেকে আগত ১১০ জন ফুটবলারের মধ্য থেকে ২৫ জনকে বাছাই করা হবে। বাছাইকৃত খেলোয়াড়দের পরবর্তীতে ৪৫ দিনব্যাপী প্রশিক্ষণ শেষে ‘শেখ কামাল অনুর্ধ-২০ জাতীয় ফুটবল টুর্নামেন্টে চট্টগ্রাম বিভাগকে প্রতিনিধিত্ব করবে।
×