ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বোল্টের হ্যাটট্রিকে এবার হার পাকিদের

প্রকাশিত: ০৬:৫২, ৯ নভেম্বর ২০১৮

বোল্টের হ্যাটট্রিকে এবার হার পাকিদের

স্পোর্টস রিপোর্টার ॥ নিজ দেশে আন্তর্জাতিক ক্রিকেট না খেলতে পারলেও হোম ভেন্যু হিসেবে আরব আমিরাতে খেলা পাকিস্তান ক্রিকেট দল পুরোপুরিই দুর্বার। টি২০ সিরিজে সম্প্রতিই সফরকারী অস্ট্রেলিয়াকে নাস্তানাবুদ করে আবার নিউজিল্যান্ডকে ৩-০ ব্যবধানে উড়িয়ে দেয় পাকরা। কিন্তু অবশেষে সরফরাজ আহমেদের দলটিকে হার দেখতে হয়েছে। কিউইদের বিপক্ষে ৩ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচেই ৪৭ রানে হেরেছে পাকিস্তান। বুধবার রাতে আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে তাদের এ হারের পেছনে মূল কারণ ছিল পেসার ট্রেন্ট বোল্টের হ্যাটট্রিক। ড্যানি মরিসন ও শেন বন্ডের পর তৃতীয় কিউই বোলার হিসেবে ওয়ানডেতে ৪৬তম হ্যাটট্রিক করলেন তিনি। তার ও লোকি ফার্গুসনের পেস তোপে ৯ উইকেটে ২৬৬ রান করা নিউজিল্যান্ডের রান তাড়া করতে নেমে ৪৭.২ ওভারে ২১৯ রানে গুটিয়ে যায় পাকদের ইনিংস। একই ভেন্যুতে আজ দ্বিতীয় ওয়ানডে বিকেল ৫টায়। সিরিজ হার এড়াতে হলে এ ম্যাচ জিততেই হবে পাকদের। তবে টানা ১২ ম্যাচে পাকিস্তানকে হারিয়ে দেয়ার আত্মবিশ্বাসে সিরিজ নিশ্চিতের লক্ষ্যেই নামবে কিউইরা। টস জিতে নিউজিল্যান্ড আগে ব্যাটিংয়ে নেমেই বিপাকে পড়ে। দলীয় ৭৮ রানে ৩ উইকেট হারায়। ২৯ রান করে কলিন মুনরো সাজঘরে ফেরার পর অধিনায়ক কেন উইলিয়ামসনও ২৭ রানে আউট। তবে চতুর্থ উইকেটে দারুণ প্রতিরোধ গড়ে তোলেন রস টেলর ও টম লাথাম। তাদের ১৩০ রানের জুটিতে বড় সংগ্রহের পথ পেয়ে যায় ব্ল্যাক ক্যাপসরা। লাথাম বেশ দ্রুতগতিতে ব্যাট চালিয়ে ৬৪ বলে ৫ চারে ৬৮ রান করে আউট হয়ে যান। তবে দেখেশুনে খেলতে থাকা টেলর ইনিংসটাকে বড় করেছেন ৮০ রান পর্যন্ত। তিনি ১১২ বলে ৫ চার হাঁকিয়েছেন। তবে এর মধ্যেই আবার কিউই ইনিংসে মড়ক লাগে শাদাব খানের ঘূর্ণি আর শাহিন শাহ আফ্রিদির পেস তোপে। এর মাঝে টিম সাউদির ২০ এবং ইশ সোধির ১৯ বলে ২৪ রানের সুবাদে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২৬৬ রান পায় নিউজিল্যান্ড। ১৮ বছর বয়সী বাঁহাতি পেসার শাহিন ক্যারিয়ারসেরা বোলিং করে ৪৬ রানে ৪টি এবং শাদাব ৩৮ রানে ৪টি উইকেট নেন। জবাব দিতে নামার পর পাকদের শুরুতেই বিপর্যস্ত করে দেন ২৯ বছর বয়সী বোল্ট। ইনিংসের তৃতীয় ওভারের দ্বিতীয় বলে ফখর জামানকে বোল্ড, তৃতীয় বলে বাবর আজমকে টেলরের হাতে ক্যাচ এবং চতুর্থ বলে মোহাম্মদ হাফিজকে এলবিডব্লিউ’র ফাঁদে ফেলে ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিকের স্বাদ নেন এ পেসার। সম্প্রতিই প্রথম সন্তানের পিতা হয়েছেন বলে টি২০ সিরিজে তাকে পায়নি কিউইরা। মাত্র তিনদিন আগেই আরব আমিরাতে পৌঁছে প্রথম ম্যাচে নিজের দ্বিতীয় ওভারেই বিভীষিকা হয়ে উঠলেন। যে মরুঝড় তুললেন তাতে করে চরম বেকায়দায় পড়ে গেল পাকরা। তবে দলীয় ৮ রানে ৩ উইকেট খোয়ানোর পর ইমাম উল হক ও শোয়েব মালিক সচেষ্ট হয়ে ৬৩ রানের জুটি গড়েন। কিন্তু পরপর ইমাম ৩৪, মালিক ৩০ ও শাদাব ৭ রানে বিদায় নিলে আরও বড় বিপদে পড়ে পাকিস্তান। দলীয় রান তখন ৬ উইকেটে ৮৫। সপ্তম উইকেটে বাজে পরিস্থিতির উন্নতি ঘটান সরফরাজ ও ইমাদ ওয়াসিম। তারা ১০৩ রান যোগ করলেও সেটা জয় পাওয়ার জন্য যথেষ্ট প্রতিরোধ ছিল না। সরফরাজ ৬৯ বলে ৭ চারে ৬৪ এবং ইমাদ ৭২ বলে ২ ছক্কায় ৫০ রানে বিদায় নেয়ার পর পরাজয় সুনিশ্চিত হয়ে যায় পাকদের। শেষ পর্যন্ত ৪৭.২ ওভারে ২১৯ রানেই থেমে যায় পাকরা। ৪৭ রানের এ জয়ে বোল্টের হ্যাটট্রিক অন্যতম ভূমিকা রাখায় তিনিই হয়েছেন ম্যাচসেরা। ৩ ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল নিউজিল্যান্ড। এ নিয়ে পাকদের বিরুদ্ধে টানা ১২ ওয়ানডে জিতল নিউজিল্যান্ড। গত জানুয়ারিতে নিউজিল্যান্ড সফরে ৫-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছিল। আজ সিরিজ হার ঠেকাতে জিততেই হবে পাকদের। আর সিরিজ জয়ের জন্য এ ম্যাচ জিতলেই হবে কিউইদের।
×