ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ঢাকা-পঞ্চগড় রুটে ট্রেন চলবে কাল থেকে

প্রকাশিত: ০৬:৪৪, ৯ নভেম্বর ২০১৮

ঢাকা-পঞ্চগড় রুটে ট্রেন চলবে কাল থেকে

স্টাফ রিপোর্টার ॥ দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের লোকজনের যাতায়াতের সুবিধার্থে এবং স্থানীয় মানুষের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে ঢাকা এবং পঞ্চগড়ের মধ্যে সরাসরি ট্রেন চালানোর উদ্যোগ নেয়া হয়েছে। আগামীকাল ১০ নবেম্বর পঞ্চগড় থেকে ছেড়ে আসার মাধ্যমে ট্রেন চলাচলের আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে। বর্তমানে ঢাকা-দিনাজপুর রুটে দ্রুতযান এবং একতা ট্রেন চলাচল করে। দিনাজপুর-পঞ্চগড় রুটের যাত্রীরা সরাসরি ঢাকায় আসার সুযোগ থেকে এতদিন বঞ্চিত ছিল। এখন দ্রুতযান এবং একতা ট্রেনের সার্ভিস বর্ধিত হয়ে পঞ্চগড় থেকে ঢাকার মধ্যে চলাচল করবে। এই রুটে দুটি ট্রেন ৩টি রেক দ্বারা পরিচালিত হবে। ট্রেন দুটি পঞ্চগড়-দিনাজপুরের মধ্যে নতুন সময়সূচী অনুযায়ী এবং দিনাজপুর-ঢাকার মধ্যে পুরাতন সময়সূচী অনুযায়ী চলাচল করবে। এর ফলে দিনাজপুর-পঞ্চগড় রুটের শাটল ট্রেন বন্ধ হয়ে যাবে। এতে কোন সাপ্তাহিক বন্ধের দিন থাকবে না।
×