ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

রায়ট গিয়ার ছাড়া ডিউটিতে যাওয়া যাবে না ॥ ডিএমপি কমিশনার

প্রকাশিত: ০৬:৪৩, ৯ নভেম্বর ২০১৮

রায়ট গিয়ার ছাড়া ডিউটিতে যাওয়া যাবে না ॥ ডিএমপি কমিশনার

স্টাফ রিপোর্টার ॥ রায়ট গিয়ার (হেলমেট, বুলেটপ্রুফ জ্যাকেট, লেগগার্ড) ছাড়া কোন অবস্থায়ই ডিউটিতে না যাওয়ার নির্দেশ দিয়েছেন ডিএমপি কমিশনার মোঃ আছাদুজ্জামান মিয়া। তিনি বলেন, নিজেদের নিরাপত্তার স্বার্থে এ নির্দেশনা দেয়া হয়েছে। একইসঙ্গে ডিউটি চলাকালে মোবাইল ফোন ব্যবহার না করার নির্দেশ দেয়া হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় ডিএমপি হেডকোয়ার্টার্সে আহত পুলিশ সদস্যদের মাঝে চিকিৎসার জন্য আর্থিক অনুদান প্রদানের সময় এই নির্দেশনা দেন ডিএমপি কমিশনার। আছাদুজ্জামান মিয়া বলেন, আমরা ডিএমপি কল্যাণকে এক অনন্য উচ্চতায় নিয়ে এসেছি। আগের তুলনায় আর্থিক অনুদানের পরিমাণ অনেক বেড়েছে। কর্তব্যরত অবস্থায় আহত পুলিশ সদস্যদের চিকিৎসার ভার আমাদের। কর্তব্যকালে কেউ আহত হলে তার উন্নত চিকিৎসার জন্য ভাল হাসপাতালে চিকিৎসা আমরা করিয়ে থাকি। স্বাস্থ্য, শিক্ষা ও চিকিৎসা এসব বিষয়ে আমরা সর্বাধিক গুরুত্ব দিচ্ছি। ডিএমপির সদস্যের মেধাবী সন্তানদের শিক্ষাকে এগিয়ে নিতে আমরা প্রতিবছর শিক্ষাবৃত্তি দিচ্ছি। আমাদের অনেক সাফল্য রয়েছে। এই সাফল্য কারও একার পক্ষে আসেনি। সব প্রচেষ্টায় টিম ডিএমপি ভাল অবস্থানে রয়েছে। উপস্থিত পুলিশ সদস্যদের উদ্দেশে ডিএমপি কমিশনার বলেন, দেশের মানুষকে ভালবাসবে, দেশের মানুষের জন্য কাজ করবে। মনে রাখবে তোমার জন্য যাতে কেউ হয়রানি না হয়। এ সময় ডিএমপির ট্রাফিক কল্যাণ তহবিল ব্যবস্থাপনা পরিষদের ১১তম সভায় ৬১ জন আহত পুলিশ সদস্যকে ২০ লাখ ৭০ হাজার টাকা এবং প্রধানমন্ত্রীর কল্যাণ তহবিল থেকে নিহত দুইজনকে ৫ লাখ টাকা করে ও গুরুতর আহত ২ জনকে ১ লাখ টাকা করে অনুদান দেয়া হয়। মোট ৬৫ জন পুলিশ সদস্যকে ৩২ লাখ ৭০ হাজার টাকা অনুদান প্রদান করেন ডিএমপি কমিশনার।
×