ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

স্বাধীনতা বিসিএস সাধারণ শিক্ষা সংসদের সঙ্গে শিক্ষামন্ত্রীর মতবিনিময়

প্রকাশিত: ০৬:৪২, ৯ নভেম্বর ২০১৮

স্বাধীনতা বিসিএস সাধারণ শিক্ষা সংসদের সঙ্গে শিক্ষামন্ত্রীর মতবিনিময়

স্টাফ রিপোর্টার ॥ বিসিএস শিক্ষা ক্যাডারের প্রগতিশীল সদস্যদের নতুন সংগঠন স্বাধীনতা বিসিএস সাধারণ শিক্ষা সংসদের সঙ্গে মতবিনিময় করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। মুক্তিযুদ্ধে চেতনা ও বঙ্গবন্ধুর আদর্শের বিশ্বাসী হয়ে সংগঠিত হওয়ায় শিক্ষক-কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়ে শিক্ষামন্ত্রী বলেছেন, এ সংগঠনকে দেশ ও জাতি স্বার্থে কাজ করতে হবে। বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে বিরাজমান সমস্যা নিয়ে আলোচনা হয়। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব সোহরাব হোসাইন, অতিরিক্ত সচিব ড. মোল্লা জালাল উদ্দিন, অতিরিক্ত সচিব নাজমুল হক খানসহ উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংগঠনের যুগ্ম সম্পাদক বিপুল চন্দ্র সরকারের সঞ্চালনায় সংগঠনের আহ্বায়ক অধ্যাপক নাসির উদ্দিন, সদস্য সচিব সৈয়দ জাফর আলী ছাড়াও মতবিনিময় সভায় ছিলেন যুগ্ম-আহ্বায়ক প্রফেসর জিয়াউল হক, কে এম কওছার আলী, এস এম আমিরুল ইসলাম, ড. মাহবুব সরফরাজ এবং মোঃ মোসলেহ উদ্দিন।
×