ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ফাইভ জি থেকে বাড়তি আয় ৮০ কোটি ডলার

প্রকাশিত: ০৬:৩৯, ৯ নভেম্বর ২০১৮

ফাইভ জি থেকে বাড়তি আয় ৮০ কোটি ডলার

ফাইভ জি নেটওয়ার্ক সেবা থেকে আগামী বছরে বিশ্বের মোবাইল ফোন অপারেটরদের বাড়তি আয় হতে পারে ৮৯ কোটি ৪০ লাখ ডলার। ২০২৫ সাল নাগাদ তা বেড়ে ৩০ হাজার কোটি ডলার ছাড়িয়ে যাবে। বাজার গবেষণা প্রতিষ্ঠান জুনিপার রিসার্চের প্রতিবেদনে এই পূর্বাভাস দেয়া হয়েছে। এতে বলা হয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী ফাইভ জি সংযোগ ১৫০ কোটিতে পৌঁছাবে। যা মোট সেলুলার সংযোগের ১৪ শতাংশ। আর এ থেকে মোবাইল ফোন অপারেটরগুলোর মোট রাজস্বের ৩৮ শতাংশই আসবে ফাইভ জি সেবা থেকে। এদিকে মোবাইল ফোন অপারেটর কোম্পানিগুলোর আন্তর্জাতিক সংস্থা জিএসএম-এর পূর্বাভাসে জানানো হয়, ২০২৫ সালে এশিয়ার দেশগুলোতে ফাইভ জি সংযোগ ৬৭ কোটি ৫০ লাখে পৌঁছাবে যা ওই সময়ের মোট ফাইভ জি সংযোগের অর্ধেকের বেশি। -অর্থনৈতিক রিপোর্টার
×