ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আগামী বছরে সাবমেরিন ক্যাবলের ভাল লভ্যাংশের প্রত্যাশা

প্রকাশিত: ০৬:৩৫, ৯ নভেম্বর ২০১৮

আগামী বছরে সাবমেরিন ক্যাবলের ভাল লভ্যাংশের প্রত্যাশা

অর্থনৈতিক রিপোর্টার ॥ বাংলাদেশ সাবমেরিন ক্যাবলের ২০১৭-১৮ অর্থবছরের লভ্যাংশে কোম্পানিটির শেয়ারহোল্ডাররা অসন্তোষ প্রকাশ করেছেন। আগামীতে লভ্যাংশ প্রত্যাশা মতো প্রদান করা হবে কোম্পানির পক্ষ থেকে বলা হয়েছে। বৃহস্পতিবার রাজধানীর ট্রাস্ট মিলনায়তনে বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস কোম্পানির ১০তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডারদের দাবির পরিপ্রেক্ষিতে এমন তথ্য জানানো হয়েছে। এজিএমে কোম্পানিটির চেয়ারম্যান শ্যাম সুন্দর শিকদার বলেন, বাংলাদেশে দ্বিতীয় সাবমেরিন ক্যাবল সংযুক্ত করতে প্রায় ৬০০ কোটি টাকা লেগেছে। আগামীতে অবশ্যই ভাল লভ্যাংশ উপহার দেয়ার চেষ্টা করব। এজিএমে পর্ষদের ঘোষিত ৫ শতাংশ নগদ লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদিত হয়। এছাড়া এজিএমে আরও পাঁচটি আলোচ্য সূচী (এজেন্ডা) অনুমোদিত হয়।
×