ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিএনপির ১১৩ নেতাকর্মীর নামে মামলা ॥ গ্রেফতার ১৬

প্রকাশিত: ০৬:১৭, ৯ নভেম্বর ২০১৮

বিএনপির ১১৩ নেতাকর্মীর নামে মামলা ॥ গ্রেফতার ১৬

জনকণ্ঠ ডেস্ক ॥ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ও বগুড়ার আদমদীঘিতে বিএনপির ১১৩ নেতাকর্মীর নামে মামলা হয়েছে। এসব মামলায় পাঁচজনকে গ্রেফতার করা হয়। এছাড়া, বরগুনা থেকে বিএনপির ১১ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। বুধবার রাত ও বৃহস্পতিবার এসব নেতাকর্মীকে গ্রেফতার এবং মামলা দায়ের করা হয়। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের। নারায়ণগঞ্জ মহানগরীর সিদ্ধিরগঞ্জের আটি আউল্লাবন এলাকায় একটি বাস আগুনে পুড়িয়ে দেয়ার ঘটনায় পুলিশ বাদী হয়ে বিএনপির ৩১ জনের নামে ও অজ্ঞাত আরও ৩০ জনকে আসামি করে মামলা দায়ের করেছে। মামলায় টিএইচ তোফা ও ইকবাল হোসেন ওরফে ইকবাল হোসেন ভেন্ডার নামে দুজনকে গ্রেফতার দেখানো হয়েছে। বৃহস্পতিবার গ্রেফতারকৃতদের আদালতে পাঠিয়েছে পুলিশ। বুধবার রাতে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) দিলীপ কুমার বিশ্বাস বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ওসি শাহিন শাহ পারভেজ। আদমদীঘিতে ৫২ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, গ্রেফতার ৩ ॥ বগুড়ার আদমদীঘিতে নাশকতা সৃষ্টির পরিকল্পনা ও ককটেল বিস্ফোরণ ঘটনায় বুধবার রাতে থানায় বিএনপি ও সহযোগী সংগঠনের ৫২ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। এ ঘটনায় উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আনোয়ারুর ইসলাম, আদমদীঘি উপজেলা সদর ইউনিয়নের ৫ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক দুলাল হোসেন ও সান্তাহার পৌর যুবদলের সভাপতি মামুনুর রশিদকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের বৃহস্পতিবার বগুড়ার আদালতে পাঠিয়েছেন। মতিউর রহমান বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ২৫-৩০ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। বরগুনায় ১১ নেতাকর্মী গ্রেফতার ॥ বরগুনা সদর, আমতলী, বামনা, পাথরঘাটা ও বেতাগীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিএনপির ১১ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত নেতাকর্মীদের বৃহস্পতিবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এদিকে তফসিল ঘোষণা কেন্দ্র করে হঠাৎ করে দলীয় নেতাকর্মীদের গ্রেফতারে আতঙ্কিত বরগুনা জেলা বিএনপির নেতাকর্মীরা। আমতলী উপজেলা বিএনপির সভাপতি জালাল উদ্দিন ফকির, সহ-সভাপতি মকবুল আহম্মে খান ও উপজেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক মেহেদি হাসান রাকিবকে বুধবার গভীর রাতে আমতলী থানা পুলিশ আটক করে। বৃহস্পতিবার সকালে তাদের আমতলী উপজেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করলে আদালতের বিচারক তাদের জামিন আবেদন না মঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। যবামনা উপজেলায় নাশকতা ঘটানোর চেষ্টার অভিযোগে পুলিশের দায়ের করা মামলার অজ্ঞাত আসামি হিসেবে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের ৩ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে অভিযান চালিয়ে বিভিন্ন স্থান থেকে তাদেরকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন, কাটাখালী গ্রামের আবদুল হালিম মিয়ার ছেলে ও কাটাখালী ওয়ার্ড যুবদল সভাপতি মোঃ জামাল মিয়া (৩২), কলাগাছিয়া গ্রামের আবদুল গনি সর্দারের ছেলে ও উপজেলা যুবদল নেতা জামাল হোসেন (৩০) ও কলাগাছিয়া গ্রামের আবদুল হক মিস্ত্রির ছেলে উপজেলা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক মোঃ খোকন (৩৫)। বরগুনা সদর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বরগুনা জেলা যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম ও জেলা ছাত্রদলের সদস্য পাভেল মল্লিককে গ্রেফতার করেছে পুলিশ। পাথরঘাটায় অভিযান চালিয়ে পাথরঘাটা উপজেলা কৃষক দলের সভাপতি শাহিন মোল্লা ও পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। বেতাগীতে অভিযান চালিয়ে বেতাগী ডিগ্রী কলেজ ছাত্রদলের সহ-সভাপতি আরিফ হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত সকলকে বৃহস্পতিবার পৃথক পৃথক আদালতে হাজির করলে আদালত তাদেরকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেয়।
×