ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

‘ভালোবাসার বাংলাদেশ’ প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান

প্রকাশিত: ০৬:১৫, ৯ নভেম্বর ২০১৮

‘ভালোবাসার বাংলাদেশ’ প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান

স্টাফ রিপোর্টার ॥ বিজয়ের ৪৭ বছর উদ্যাপন উপলক্ষে সারাদেশের মানুষের চোখে বাংলাদেশ কেমন, তা দেখার জন্য ‘ভালোবাসার বাংলাদেশ’ শীর্ষক প্রতিযোগিতামূলক ক্যাম্পেনের আয়োজন করেছে যৌথভাবে স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড ও মিডিয়া কম লিমিটেড। এ ক্যাম্পেনের সহযোগী আয়োজক যৌথভাবে ছবিয়াল, আমরাই বাংলাদেশ ও গ্রীনবি কমিউনিকেশন্স। এতে প্রতিযোগী এক মিনিটে তুলে ধরবেন তার দেখা বাংলাদেশকে। ‘ভালোবাসার বাংলাদেশ’ বিজয়ীদের উপহার প্রদান উপলক্ষে এক সংবাদ সম্মেলন হয় বনানীর কামাল আতাতুর্ক এভিনিউর এবিসিসি হাউজের দ্য স্কাই রুম ডাইনিংয়ে বৃহস্পতিবার দুপুরে। এতে উপস্থিত ছিলেন স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের হেড অব অপারেশন ও মার্কেটিং প্রধান জেসমিন জামান, আমরাই বাংলাদেশের পক্ষে আরিফ আর হোসেন, মিডিয়া ব্যক্তিত্ব আবিদুর রেজা জুয়েল প্রমুখ। সংবাদ সম্মেলনে সেরা ভিডিও পাঠিয়ে ও কুইজে অংশ নিয়ে যারা বিজয়ী হয়েছেন তাদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়। সেরা ভিডিও পাঠিয়ে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ দিনের বিজয়ী হয়েছেন যথাক্রমে জাকির হোসেন জ্যাকি, মাহবুব আর রহমান ও সৌমিক আহমেদ। সেরা পুরস্কার হিসেবে তাদের প্রত্যেকের হাতে একটি করে আইফোন তুলে দেন আয়োজন কমিটি। টেলিভিশন অনুষ্ঠানে কুইজ প্রতিযোগিতায় দ্বিতীয় পর্বে বিজয়ী হয়েছেন দুজন, তারা হলেন- হাসিব মাহবুব ও মোঃ আল আমিন রাকীব এবং চতুর্থ ও পঞ্চম পর্বে বিজয়ী হয়েছেন যথাক্রমে রাসেদুল ইসলাম ও আয়সা ফেরদৌস। পুরস্কার হিসেবে তাদের প্রত্যেকের হাতে একটি করে স্মার্টফোন তুলে দেয়া হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, এই ক্যাম্পেনের মূল উদ্দেশ্য তরুণদের চোখে এমন বাংলাদেশ দেখা, যা দেখে মনে হবে দেশ এগুচ্ছে এবং সাধারণ মানুষের ভেতর দেশপ্রেম জেগে উঠবে। আমরা স্বাধীনতার ৫০ বছর উদ্যাপনের আগে এমন একটি ধারা তৈরি করতে চাই, যেন তরুণ সমাজ শত শত পজেটিভ বাংলাদেশ তুলের ধরার কন্টেন্ট পায়। দেশের নাগরিক তার আশপাশের মানবিক কোন ঘটনা, বীরত্বগাথা, কোন প্রতিষ্ঠানের অসাধারণ উন্নয়ন কাজ, জীবন বদলে দেয়া কোন প্রযুক্তির উদ্ভাবন, কল্যাণকামী উদ্যোগ ইত্যাদি বিষয়ের ভিডিও পাঠাতে পারবেন। পুরো ক্যাম্পেনটি মধ্য অক্টোবর থেকে ১৬ ডিসেম্বর ২০১৮ পর্যন্ত চলবে। একটি এডিটোরিয়াল প্যানেলের অনুমোদনে এই ক্যাম্পেনের ওয়েবসাইট, ফেসবুক পেইজ, ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো প্রকাশিত হবে। প্রথম ২০ দিনে প্রতিদিন আপলোড করা ভিডিওগুলো থেকে সেরা নির্মাতা প্রতিদিন পাবেন একটি করে আইফোন, দ্বিতীয় ও তৃতীয় সেরা নির্মাতা পাবেন বিশেষ ফটোগ্রাফার জ্যাকেট এবং গিফট হ্যাম্পার। বিশ দিনের প্রতিযোগিতা শেষে নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর তত্ত্বাবধানে সেরা ১০টি ভিডিও পুনরায় নির্মিত হবে এবং ক্যাম্পেন শেষে এই ১০টি ভিডিও থেকে সেরা ৩টি বিষয়বস্তু নিয়ে ৩টি ফিল্ম নির্মিত হবে। এই সেরা ৩ নির্মাতা প্রত্যেকে পাবেন ১০ লাখ টাকা। একটি বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে ক্যাম্পেনের সমাপ্তি ঘটবে। প্রতিযোগিতার প্রথম পর্বে এই পর্যন্ত বিভিন্ন বিষয়ের উপর ১৮৫০টিরও বেশি ভিডিও সাবমিট হয়েছে। ভিডিওগুলো ওয়েবসাইটww w.bhalobasharbangladesh.com. ইউটিউব চ্যানেলww w.youtube.com/channel/UCSwlIXG_hmFIf-j0CL00CQ, ফেসবুক পেজ www.facebook.com/BhalobasharBD এ আপলোড করা আছে। প্রতিদিনের সেরা ৩ ভিডিও নিয়ে একটি টিভি প্রোগ্রাম প্রতিদিন রাত ১০টা ৫৪ মিনিটে একযোগে মাছরাঙা টিভি, সময় টিভি, ৭১ টিভি, চ্যানেল ২৪ এ প্রচারিত হচ্ছে। প্রতি পর্ব শেষে কুইজের মাধ্যমে দর্শক ৩টি করে স্মার্টফোন প্রতিদিন জিততে পারছে।
×