ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বায়ান্ন বাজার তিপ্পান্ন গলি

প্রকাশিত: ০৬:১০, ৯ নভেম্বর ২০১৮

বায়ান্ন বাজার তিপ্পান্ন গলি

মোরসালিন মিজান ॥ বিশ্বসাহিত্যের চমৎকার একটি মিলনমেলা। দেশী-বিদেশী লেখক-পাঠকের উজ্জ্বল উপস্থিতি। শিল্প-সাহিত্যের নানাদিক নিয়ে আলোচনা হচ্ছে। চলছে একের পর এক সেশন। আর গল্প, আড্ডা; ঘুরে বেড়ানো তো আছেই। সব মিলিয়ে প্রথম দিনেই দারুণ জমজমাট ঢাকা লিট ফেস্ট। ইংরেজী ‘লিটারেচার’ শব্দ থেকে অর্ধেক নিয়ে ‘লিট’। আর ‘ফেস্টিভ্যাল’ থেকে ‘ফেস্ট’। এবার লিট ফেস্টের অষ্টম আসর শুরু হলো। তিন দিনব্যাপী উৎসব। বৃহস্পতিবার বাংলা একাডেমিতে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। সকালে সেখানে গিয়ে চেনা ছবিটাই দেখা হলো। একাডেমি চত্বরের পুরোটাই সুন্দর কাজে লাগানো হয়েছে। এখানে অনেক স্টল। বেশিরভাগ স্টলে বই। বিশ্বসাহিত্যের আলোচিত অনেক রচনাবলী পাওয়া যাচ্ছে। আছে বাংলাদেশী প্রকাশনা প্রতিষ্ঠানের বই। মিলনায়তনে একটির পর একটি সেশন চলছে। একেক সেশনে একেক বিষয় নিয়ে আলোচনা। কয়েকজন মঞ্চে বসে আলোচনা করছেন। সামনে মনোযোগী শ্রোতা। প্রশ্ন করছেন তারা। উত্তর দিচ্ছেন সেশনে অংশ নেয়া বক্তারা। সিনেমা নিয়েও দারুণ হৈচৈ। ভারতীয় নির্মাতা অভিনেত্রী নন্দিতা দাস বেশ নজর কেড়েছেন। তার নতুন ছবি ‘মান্টো’ নিয়ে উৎসবে যোগ দিয়েছেন তিনি। হ্যাঁ, বিখ্যাত ও ব্যতিক্রমী ধারার লেখক সাদাত হোসেন মান্টোকে নিয়েই ছবি। ছবিটি কান ফেস্টিভ্যালে প্রথম দেখানো হয়। তার পর বৃহস্পতিবার চলে আসে লিট ফেস্টে। মান্টোর মুগ্ধ পাঠকরা তাই আগেভাগেই ছুটে আসেন। সিনেমার সাধারণ দর্শকও ভিড় করেছিলেন মিলনায়তনের সামনে। সবাইকে দেখার সুযোগ দিতে পারেননি আয়োজকরা। বহু দর্শক মেঝেয় বসেছিলেন। সিনেমা শুরুর আগ মুহূর্তে মঞ্চে আসেন পরিচালক। সঙ্গে সঙ্গে করতালিতে ফেটে পড়ে গোটা মিলনায়তন। নন্দিতা দাস দৃশ্য দেখে যারপরনাই অভিভূত হন। বলেন, আমার নামের কারণে অনেকেই আমাকে বাঙালী মনে করেন। বাংলায় অল্পস্বল্প কথাও বলতে পারি। আসলে আমি বাঙালী নই। তবে ঢাকায় এসে বাঙালীর ভালবাসা পেয়েছেন জানিয়ে তিনি বলেন, এত দর্শক! মিলনায়তন পরিপূর্ণ। দেখে সত্যি ভীষণ ভাল লাগছে। অবশ্য এর পর পরই থেমে যান তিনি। বলেন, সিনেমা দেখার আগে আমি কথা বলি না। দেখুন। পরে কথা হবে। সিনেমা শুরু হয়ে যায়। বেশ সুন্দর শুরু। ক্যামেরার কাজ, ফ্রেমিং মুগ্ধ করে রাখে। মান্টোর নিজের জীবনের গল্প এবং লেখার মধ্যে একটা মেলবন্ধন ঘটান পরিচালক। মূল বলাটি দেশ ভাগ। মান্টোর চোখে দেখা। ইতিহাসের করুণ অধ্যায়টি তুলে ধরতে গিয়ে নতুন করে বেদনায় ভাসিয়েছেন পরিচালক। ছোট করে বললে, নন্দিতার কাছ থেকে যেমনটি আশা করা যায়, ঠিক তেমন একটি চলচ্চিত্র। পরে আলোচনায় অংশ নিয়ে নন্দিতা দাস বলেন, সাদাত হোসেন মান্টো ও তার মতো লেখকদের লেখনীর ওপর বার বার আঘাত এসেছে। সমাজের সামাজিক ও আইনী কাঠামোর কারণেও সত্য প্রকাশে লেখকদের বাধার সম্মুখীন হতে হয়েছে। সমাজের এমন অনুদ্ঘাটিত বা চাপা পড়া বাস্তবতা প্রকাশের প্রয়োজনীয়তা গণমানুষের সামনে তুলে ধরার উদ্দেশ্যই হলো ‘মান্টো’। আজ শুক্রবার একই মঞ্চে নন্দিতার সঙ্গে থাকবে ভারতীয় চলচ্চিত্রের আরেক জনপ্রিয় তারকা মনীষা কৈরালা। ক্যান্সারের সঙ্গে যুদ্ধ করা মনীষার কথা শুনতেও অধীর আগ্রহে অপেক্ষা করছেন দর্শক। প্রথম দিন কবিতা ও আবৃত্তি বিষয়ে ছিল একাধিক সেশন। সকালে ‘সময়ের গান, অসময়ের কবিতা’ শীর্ষক সেশনে অংশ নেন খ্যাতিমান বাচিক শিল্পী ও সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। নিজের জীবনের স্মৃতিচারণ করেন তিনি। তার কণ্ঠে ‘নূরলদীনের সারাজীবন’ শ্রোতাদের জাগিয়ে তুলে। আর চোখের জলে ভাসায় হলি আর্টিজান হামলা নিয়ে লেখা ‘জন্মের আগেই আমি মৃত্যুকে করেছি আলিঙ্গন’ কবিতার আবৃত্তি। বর্ধমান হাউজের সামনেও এদিন স্বরচিত কবিতা পাঠ করেন কবিরা। আরও যত আয়োজন, সবই ছিল। আজ শুক্রবার এবং আগামী শনিবার উৎসব আরও জমে উঠবে বলে আশা করছেন আয়োজকরা। রাজনীতির কথা একটু বলা চাই। বৃহস্পতিবার নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে। ২৩ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচন। তার মানে, শুরু হয়ে গেল ভোট উৎসব। এদিন সন্ধ্যায় তো অলিগলি থেকে মিছিল বের করতে দেখা গেল। সম্ভাব্য প্রার্থীর পক্ষে ভোট চাইলেন আওয়ামী লীগের সমর্থকরা। তবে বিএনপিসহ জোটের শরিকরা এখনও নির্বাচনে আসার বিষয়টি নিশ্চিত করেনি। ফলে অনিশ্চয়তা রয়েই গেল। সামনে কী? আন্দোলন? অস্থিতিশীলতা? নাকি সমঝোতা? সারা দেশের মতো ঢাকাবাসীও ভাল কিছুর আশা করে আছেন।
×