ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

দু’একদিনের মধ্যে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন ॥ কাদের

প্রকাশিত: ০৬:০৬, ৯ নভেম্বর ২০১৮

দু’একদিনের মধ্যে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন ॥ কাদের

বিশেষ প্রতিনিধি ॥ একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার কারণে চলমান সংলাপ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্থগিত সংবাদ সম্মেলন আগামী দুই-একদিনের মধ্যে করবেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ঐক্যফ্রন্টের সঙ্গে তৃতীয় দফা সংলাপের সম্ভাবনা প্রসঙ্গে তিনি বলেন, আমরা ভালর জন্য অপেক্ষা করে আছি, আর যে কোন মন্দ মোকাবেলায় আমরা প্রস্তুত আছি। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর ধানম-িতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এর আগে সেখানে দলের সম্পাদকম-লীর এক সভা অনুষ্ঠিত হয়। পরে সংবাদ সম্মেলনে তিনি বলেন, তফসিল ঘোষণার পর নির্বাচন কমিশনের আচরণবিধি আওয়ামী লীগ নেতা-কর্মীদের মেনে চলার আহ্বান জানান। সাংবাদিকদের মাধ্যমে সে নির্দেশ আমি আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের দিচ্ছি। ওবায়দুল কাদের বলেন, আগামী নির্বাচনকে সামনে রেখে আমাদের গণসংযোগ অভিযান অব্যাহত থাকবে। সারা বাংলাদেশে আমরা গণ সংযোগ কর্মসূচী অব্যাহত রাখব। যেহেতু নির্বাচনের সিডিউল ঘোষণা হয়েছে, তাই শুক্রবার থেকে এ জনসংযোগ কার্যক্রম জোরদার করা হবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচনকালীন সরকারে টেকনোক্র্যাট কোটায় কোন মন্ত্রী থাকছে না এটা আমি সুনিশ্চিত করে বলতে পারি। তবে মন্ত্রিসভার আকার ছোট না বড় হবে সেটা একান্তই প্রধানমন্ত্রীর এখতিয়ার। এটা নিয়ে আগাম কিছু বলব না। খালেদা জিয়াকে কারাগারে নেয়ায় সংলাপের অগ্রগতি ব্যাহত হবে কি না জানতে চাইলে তিনি বলেন, বেগম জিয়া হাসপাতালে থাকলেও তিনি প্রিজনার। তিনি জেলে থাকলে যা, চিকিৎসার জন্য বাইরে থাকলেও একই স্ট্যাটাস। তিনি বলেন, এ পর্যন্ত ২৪টি রাজনৈতিক দল সংলাপে অংশ নিয়েছে। এ বিষয়ে সিদ্ধান্ত ব্যাখ্যা করতে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা সংবাদ সম্মেলন করার কথা ছিল। যেহেতু তফসিল ঘোষণা করা হয়েছে, সেজন্য দু-একদিন পরে প্রেস করফারেন্স করবেন নেত্রী। প্রধানমন্ত্রী এমনটাই আভাস দিয়েছেন। বিষয়টি আপনাদের (সাংবাদিক) সময়মত জানানো হবে কবে, কখন এবং কোথায় এই সংবাদ সম্মেলন হবে। দলীয় মনোনয়ন ফরম বিতরণ সম্পর্কে ওবায়দুল কাদের বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় মনোনয়ন ফরম বিতরণ আজ শুক্রবার সকাল ১০টা থেকে শুরু করা হবে। আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ের পাশে যে এক্সটেনশন রয়েছে সেখানে ৮টি বুথ থেকে ফরম সংগ্রহ করতে পারবেন। আট বিভাগের জন্য আলাদা আলাদা বুথ করা হয়েছে। যারা মনোনয়ন ফরম সংগ্রহ করতে চান তারা নিতে পারবেন। এরই মধ্যে সিনিয়র নেতাদের বিভিন্ন বিভাগের দায়িত্ব দেয়া হয়েছে। সংবাদ সম্মেলনে যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ, আবদুর রহমান, জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বিএম মোজাম্মেল হক, আফম বাহাউদ্দিন নাছিম, একেএম এনামুল হক শামীম, ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলসহ দলের কেন্দ্রীয় সম্পাদকম-লীর সদস্যরা উপস্থিত ছিলেন। তফসিল ঘোষণার পর রাজধানীতে নৌকার মিছিল ॥ বৃহস্পতিবার রাতে জাতির উদ্দেশে প্রদত্ত ভাষণে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা একাদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পর পরই ঢাকা মহানগরীর বিভিন্ন থানা-ওয়ার্ডে নৌকা মার্কায় ভোট চেয়ে নির্বাচনী মিছিল বের হয়। ওই মিছিল থেকে নৌকা প্রতীকের স্লোগানের পাশাপাশি যে কোন ষড়যন্ত্র-নাশকতা মোকাবেলায় ঐক্যবদ্ধভাবে মোকাবেলারও হুঁশিয়ারি দেন দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। আজ শুক্রবার থেকেই ঢাকাসহ সারাদেশে নৌকা মার্কার পক্ষে গণজোয়ার সৃষ্টি করতে মাঠে নামারও ঘোষণা দেন তারা।
×