ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আজ রাজশাহীতে ঐক্যফ্রন্টের সমাবেশ

প্রকাশিত: ০৬:০৬, ৯ নভেম্বর ২০১৮

আজ রাজশাহীতে ঐক্যফ্রন্টের সমাবেশ

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহীর মাদ্রাসা মাঠে জাতীয় ঐক্যফ্রন্টের সমাবেশ থেকে খালেদা জিয়ার মুক্তি ও সরকার পতনের গণআন্দোলনের আহ্বান আসবে বলে জানিয়েছেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু। বৃহস্পতিবার দুপুরে মহানগর বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। রাজশাহীতে আজ শুক্রবার জাতীয় ঐক্যফ্রন্টের সমাবেশ উপলক্ষে এ সংবাদ সম্মেলন করে বিএনপি। সংবাদ সম্মেলন থেকে বিএনপি নেতারা বলেন, শেষ সময়ে অনুমতি পেলেও স্মরণকালের বড় সমাবেশ হবে রাজশাহীতেই। ইতোমধ্যে সব আয়োজন সম্পন্ন হয়েছে। পুরো এলাকায় মাইকিং চলছে। রাজশাহী বিভাগের বিভিন্ন জেলা থেকে বিএনপি ও ঐক্যফ্রন্টের নেতাকর্মী, সমর্থকরা আসবেন মাদ্রাসা মাঠে। সংবাদ সম্মেলনে রাজশাহীর সমাবেশ কেন্দ্র করে বিএনপির নেতাকর্মীদের হয়রানি করার অভিযোগ তুলে বিএনপি নেতা মিজানুর রহমান মিনু বলেন, প্রশাসনের অতি উৎসাহী কর্মকর্তারা বিএনপির নেতাকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে তল্লাশির নামে হয়রানি ও গ্রেফতার করছে। সমাবেশের প্রচারেও বাধা দেয়ার অভিযোগ করেন তিনি। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শাহীন শওকত, মহানগর বিএনপির সভাপতি ও সাবেক সিটি মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, সাধারণ সম্পাদক শফিকুল হক মিলন। তবে সংবাদ সম্মেলনে জাতীয় ঐক্যফ্রন্টে যুক্ত অন্য দলের কোন নেতাকে দেখা যায়নি। এদিকে রাজশাহীতে জাতীয় ঐক্যফ্রন্টের বিভাগীয় সমাবেশ ঘিরে রাজশাহীতে উত্তেজনা বিরাজ করছে। কোন সহিংসতা কিংবা নাশকতার আশঙ্কাও করছেন সাধারণ মানুষ। অনেকে বলছেন, জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পরদিনই রাজশাহীর সমাবেশ ঘিরে কোন অঘটনের আশঙ্কাও রয়েছে। তবে পুলিশ বলছে, রাজশাহীতে জাতীয় ঐক্যফ্রন্টের সমাবেশ ঘিরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সমাবেশে যে কোন ধরনের নাশকতা ও সহিংসতা রোধে পুলিশ সতর্ক থাকবে। এ বিষয়ে নির্দেশনাও দেয়া হয়েছে। রাজশাহী-ঢাকা রুটে হঠাৎ বন্ধ বাস চলাচল ॥ রাজশাহী থেকে নাটোর ও ঢাকা রুটে সকল বাস চলাচল হঠাৎ বন্ধ রয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার পর ঢাকার উদ্দেশ্যে রাজশাহী ছেড়ে যায়নি কোন বাস। আজ শুক্রবার রাজশাহীর মাদ্রাসা মাঠে আয়োজিত জাতীয় ঐক্যফ্রন্টের বিভাগীয় মহাসমাবেশ ঠেকাতে এই কা- ঘটিয়েছে সরকার সমর্থকরা বলে অভিযোগ করেছে রাজশাহী বিএনপির নেতারা। তবে নাটোরে বাস শ্রমিকের ওপর হামলার জেরে কেবল এ রুটেই বাস বন্ধের কথা জানিয়েছেন পরিবহন শ্রমিকরা। বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু বলেন, শুক্রবার রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে ঐক্যফ্রন্টের জনসভা রয়েছে। জনসভাকে কেন্দ্র করেই কৌশলে হঠাৎ বাস চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। তিনি অভিযোগ করেন, এর আগে ঐক্যফ্রন্টের জনসভাকে কেন্দ্র করে ঢাকা ও সিলেটেও একই কা- করা হয়েছে। এ ব্যাপারে তারা দুপুরে সংবাদ সম্মেলন করেন। এদিকে আকস্মিক বাস বন্ধের কারণে রাজশাহী-ঢাকা রুটের সাধারণ যাত্রীরা দুর্ভোগের মধ্যে পড়েছেন। রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদক মনজুর রহমান পিটার বলেন, নাটোরে শ্রমিকদের সঙ্গে ঝামেলা হওয়ার কারণে এই রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। তবে রাজশাহী থেকে নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ ও জয়পুরহাটসহ অন্য আন্তঃজেলা রুটের বাস চলাচল স্বাভাবিক রয়েছে। নাটোরের পরিবহন নেতাদের সঙ্গে আলাপ-আলোচনা চলছে। সমস্যার সমাধান হলে আবারও রাজশাহী-ঢাকা রুটে বাস চলাচল করবে বলে জানান তিনি। তবে আকস্মিকভাবে এ রুটের বাস চলাচল বন্ধের বিষয়টি জানতে চাইলে রাজশাহী মোটর শ্রমিক ইউনিয়নের আহ্বায়ক কামাল হোসেন রবি কোন মন্তব্য করতে রাজি হননি। নাটোরে হঠাৎ অনির্দিষ্টকালের বাস ধর্মঘট ॥ নিজস্ব সংবাদদাতা জানান, অভ্যন্তরীণ বিরোধ এবং শ্রমিককে মারপিটের অভিযোগে হঠাৎ বাস ধর্মঘট চলছে নাটোর জেলায়। ফলে সারাদেশের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে উত্তরবঙ্গের। বৃহস্পতিবার সকাল থেকে কোন বাস ছেড়ে যায়নি এবং প্রবেশ করতে পারেনি। হঠাৎ শ্রমিক ধর্মঘটের কারণে বিপাকে পড়েছেন সাধারণ যাত্রীসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু মেধাবী শিক্ষার্থীরা। নাটোর জেলা বিএনপির সহসভাপতি মোঃ শহীদুল ইসলাম বাচ্চু বলেছেন, শুক্রবার রাজশাহীতে ঐক্যফ্রন্টের সমাবেশে লোকজন যেন যেতে না পারে সেজন্যই সরকারী দলের পক্ষ থেকে হঠাৎ এই ধর্মঘট ডাকা হয়েছে। দ্রুত এর সমাধান করে বাস চলাচল স্বাভাবিক করার দাবি জানিয়েছেন তিনি। শুক্রবার ঢাকায় ডেন্টাল ভর্তি পরীক্ষা ও শনিবার ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা থাকায় উত্তরবঙ্গের পরীক্ষার্থীরা এই ধর্মঘটে মহাবিপাকে পড়েছেন।
×