ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

আওয়ামী লীগ সংসদীয় বোর্ডের সভা রবিবার

প্রকাশিত: ০৬:০২, ৯ নভেম্বর ২০১৮

আওয়ামী লীগ সংসদীয় বোর্ডের সভা রবিবার

বিশেষ প্রতিনিধি ॥ একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর পরই ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভা আহ্বান করা হয়েছে। আগামী ১১ নবেম্বর রবিবার বিকেল সাড়ে তিনটায় ২৩ বঙ্গবন্ধু এভিনিউ দলটির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠেয় সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভানেত্রী ও সংসদীয় বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে আনুষ্ঠানিক নির্বাচনী প্রক্রিয়াও শুরু করেছে দলটি। আজ শুক্রবার থেকে সারাদেশের মনোনয়ন প্রত্যাশীদের কাছে দলীয় মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রম শুরু করছে আওয়ামী লীগ। এ সম্পর্কে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় মনোনয়ন ফরম বিতরণ আজ শুক্রবার সকাল ১০টা থেকে শুরু করা হবে। আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ের পাশে যে এক্সটেনশন রয়েছে সেখানে ৮টি বুথ থেকে ফরম সংগ্রহ করতে পারবেন। আট বিভাগের জন্য আলাদা আলাদা বুথ করা হয়েছে। যারা মনোনয়ন ফরম সংগ্রহ করতে চান তারা নিতে পারবেন। এরই মধ্যে সিনিয়র নেতাদের বিভিন্ন বিভাগের দায়িত্ব দেয়া হয়েছে। জানা গেছে, আগামী রবিবার সংসদীয় বোর্ডের সভায় দলীয় মনোনয়ন প্রক্রিয়া, একক প্রার্থী নির্বাচন এবং মনোনয়ন নিয়ে দলের মধ্যে সৃষ্ট বিভেদ দ্রুত নিষ্পত্তি করতে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হতে পারে। দলের সাধারণ সম্পাদক ও সংসদীয় বোর্ডের সম্পাদক ওবায়দুল কাদের বোর্ডের সভায় সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন।
×