ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

হিজড়াদের জীবনমান উন্নয়নে সভা

প্রকাশিত: ০৪:৪৭, ৯ নভেম্বর ২০১৮

হিজড়াদের জীবনমান উন্নয়নে সভা

নিজস্ব সংবাদদাতা, শেরপুর, ৮ নবেম্বর ॥ হিজড়াদের জীবনমানের উন্নয়নে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় নাগরিক সংগঠন জনউদ্যোগ আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক আনার কলি মাহবুব। তিনি বলেন, হিজড়ারাও মানুষ। তবে তারা লিঙ্গ প্রতিবন্ধী হওয়ায় সমাজে খুবই অবহেলিত। এজন্য সরকার হিজড়াদের বাসযোগ্য সুন্দর সমাজ গড়তে শিশুদের জন্য শিক্ষা উপবৃত্তিসহ তাদের পুনর্বাসনে নানা পদক্ষেপ নিয়েছে। তারা এখন তৃতীয় লিঙ্গ হিসেবে স্বীকৃত হয়ে ভোটাধিকারও পেয়েছে। তিনি হিজড়াদের প্রতি অবহেলা ও অবজ্ঞা পরিহার করে তাদের পুনর্বাসনে সহায়তাসহ সহানুভূতিশীল হওয়ার জন্য সমাজের সকলের প্রতি আহ্বান জানান। জনউদ্যোগের আহবায়ক আবুল কালাম আজাদের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন রফিকুল ইসলাম আধার। ফেনসিডিলসহ ছাত্রদল নেতা আটক স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ নগরীর মুসলিম গোরস্তান রোড থেকে বুধবার রাত ১১ টার দিকে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সদস্যসহ দুজনকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ২২২ বোতল ফেনসিডিল দ্ধার করা হয়। জানা গেছে, মুসলিম গোরস্তান রোডের প-িতবাড়ি এলাকায় অভিযান চালিয়ে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সদস্য ও নগরীর শের-ই-বাংলা সড়কের মৃত ইসরাঈল সিকদারের পুত্র মুশফিকুল হাসান মাসুম ও উজিরপুর উপজেলার বামরাইল ইউনয়িনের ভরসাকাঠী গ্রামের মৃত কাদের মোল্লার পুত্র সবুজ ইসলাম শাহিনকে আটক করা হয়। আটকের পর তাদের কাছ থেকে ২২২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।
×