ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

চুয়াডাঙ্গায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে মাদক কারবারি নিহত

প্রকাশিত: ০৪:৪৭, ৯ নভেম্বর ২০১৮

চুয়াডাঙ্গায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে মাদক কারবারি নিহত

নিজস্ব সংবাদদাতা, চুয়াডাঙ্গা, ৮ নবেম্বর ॥ চুয়াডাঙ্গায় পুলিশের সঙ্গে গোলাগুলিতে এক মাদক কারবারি নিহত হয়েছে বলে পুলিশ দাবি করেছে। বৃহস্পতিবার রাত ৩টার দিকে সদর উপজেলার উজলপুর গ্রামে ঘটনাটি ঘটে। নিহত আবুল বাসার ওরফে পাপ্পু খোড়া (৪০) সদর উপজেলার আকন্দবাড়ীয়া গ্রামের বজলুর রহমানের ছেলে। পুলিশ ঘটনাস্থল থেকে অস্ত্র, বোমা ও ফেনসিডিল উদ্ধার করেছে। চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ জানায়, ভারত সীমান্ত এলাকা থেকে মাদকের চালান আসছে এমন খবর পেয়ে বেগমপুর ইউনিয়নের উজলপুর গ্রামের মাঠে ওঁত পেতে থাকি। মাদক কারবারিরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। বড়পুকুরিয়া কয়লা খনিতে চীনা শ্রমিকের মৃত্যু নিজস্ব সংবাদদাতা,পার্বতীপুর, ৮ নবেম্বর ॥ বড়পুকুরিয়া কয়লাখনির ওপর মেইন স্যাফট ভেঙ্গে এক চীনা শ্রমিকের মাথায় পড়লে তিনি গুরুতর আহত হন। দ্রুত তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন তার মৃত্যু হয়। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে। নিহত চীনা শ্রমিকের নাম সান জিং সিন(৪৮), তার পাসপোর্ট নম্বর পি ৭০৩২৮২০।
×