ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

প্রতিবাদ

প্রকাশিত: ০৪:৪৬, ৯ নভেম্বর ২০১৮

প্রতিবাদ

গত ৫ নবেম্বর দৈনিক জনকণ্ঠে সালেহা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি ফরম পূরণে অতিরিক্তি টাকা গ্রহণ সংক্রান্ত প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন বিদ্যালয়টির অধ্যক্ষ ও সচিব মোঃ নজরুল ইসলাম। এতে বলা হয়েছে, বোর্ড নির্ধারিত ফির অতিরিক্ত কোন টাকা আদায় করা হয়নি। সংবাদে উল্লেখিত বোর্ড ফি ১ হাজার ৫শ’ টাকা তা সঠিক নয়। এছাড়া ৭ নবেম্বর থেকে ফরম পূরণ কাজ শুরু হওয়ার কথা থাকায় এর পূর্বে কোন ক্রমেই টাকা আদায় অসম্ভব বলে দাবি করা হয়েছে। উল্লেখ্য, গত ৪ নবেম্বর গণমাধ্যমে দুর্নীতি দমন কমিশন (দুদক) থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজধানীর হাজারীবাগ এলাকার সালেহা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষা ২০১৯ সালের ফরম পূরণে নির্ধারিত ফি-এর অতিরিক্ত অর্থ চাওয়ায় বিশেষ অভিযান চালিয়েছে দুদক। এরই প্রেক্ষিতে সংবাদটি প্রকাশ করা হয়।
×