ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ডিসেম্বরে নির্বাচন হবেই, কেউ ঠেকাতে পারবে না ॥ নৌমন্ত্রী

প্রকাশিত: ০৪:৪৫, ৯ নভেম্বর ২০১৮

ডিসেম্বরে নির্বাচন হবেই, কেউ ঠেকাতে পারবে না ॥ নৌমন্ত্রী

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর, ৮ নবেম্বর ॥ নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান এমপি বলেছেন, ‘বিএনপি শুধু মুখেই বলে আন্দোলন করব। এ ঈদের পরে কঠোর আন্দোলন হবে। সে ঈদের পরে আন্দোলনে নামব, ওই ঈদের পরে আন্দোলন করব। কই ঈদ তো কতই চলে গেছে, কিন্তু আন্দোলন আর করতে পারছে না। বিএনপি কিভাবে আন্দোলন করবে, কারণ তাদের সঙ্গে তো জনগণ নেই। এদেশের মানুষ তাদের চরমভাবে ঘৃণা করে। তারা ২০১৪-১৫ সালে দেশের সাধারণ মানুষকে যেভাবে জ্যান্ত পুড়িয়ে, বোমা মেরে হত্যা করেছে তা বাংলার মানুষ ভোলেনি। এজন্য বিএনপি একটি হত্যাকারী দলে পরিণত হয়ে এখন পঙ্গু হয়ে গেছে। নিজের শরীরে বল নেই, তাই বিএনপি এখন পরগাছা হয়ে অন্যের ঘাড়ে ভর করেছে। বিএনপির মহাসচিব বলেন, বিএনপিকে ছাড়া এ দেশে কোন নির্বাচন হতে দেয়া হবে না।’ নির্বাচন হবে; আগামী ডিসেম্বরে একাদশ জাতীয় সংসদ নির্বাচন হবেই, এ নির্বাচন শেখ হাসিনার অধীনেই অনুষ্ঠিত হবে, কেউ ঠেকাতে পারবে না। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় সদর উপজেলার পেয়ারপুরে ‘মাদারীপুর ড্রেজার বেইজ’ নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন এবং ‘শিপ পার্সোনেল ট্রেনিং ইনস্টিটিউট’এর উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমডোর এম মোজাম্মেল হকের সভাপতিত্বে আয়োজিত সমাবেশে আরও বক্তব্য রাখেন নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মোঃ আব্দুস সামাদ, নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ভোলানাথ দে, অতিরিক্ত সচিব শহিদুল ইসলাম, জেলা প্রশাসক মোঃ ওয়াহিদুল ইসলাম, জেলা পরিষদ চেয়ারম্যান মিয়াজউদ্দিন খান, পুলিশ সুপার সুব্রত কুমার হালদার।
×