ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে খুলে দেয়া হলো আখতারুজ্জামান ফ্লাইওভারের র‌্যাম্প

প্রকাশিত: ০৪:৪৪, ৯ নভেম্বর ২০১৮

চট্টগ্রামে খুলে দেয়া হলো আখতারুজ্জামান ফ্লাইওভারের র‌্যাম্প

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ যানবাহন চলাচলের জন্য বৃহস্পতিবার খুলে দেয়া হয়েছে চট্টগ্রাম নগরীর আখতারুজ্জামান ফ্লাইওভারের ষোলশহর এলাকার র‌্যাম্প। বৃহস্পতিবার বিকেলে আনুষ্ঠানিকভাবে এ র‌্যাম্প উদ্বোধন করেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক) এর চেয়ারম্যান আবদুচ ছালাম। চউক চেয়ারম্যান বলেন, লালখান বাজার ফ্লাইওভার হয়ে বায়েজিদ যাওয়ার জন্য এ র‌্যাম্পটি নির্মাণ করা হয়েছে। যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়ায় এ র‌্যাম্প ব্যবহার করে দ্রুততম সময়ের মধ্যে বায়েজিদ বোস্তামী পৌঁছা সম্ভব হবে। গন্তব্যে যেতে যানবাহনগুলোকে আর দীর্ঘক্ষণ সড়কে থেমে থাকতে হবে না। চলতি মাসেই জিইসির র‌্যাম্পটিও যান চলাচলের জন্য খুলে দেয়া হবে। তখন জিইসি থেকেও খুব সহজে ফ্লাইওভারে ওঠে বায়েজিদ বোস্তামী পৌঁছা যাবে।এদিকে, ষোলশহর দুই নম্বর গেট এলাকার র‌্যাম্প উদ্বোধনকালে উপস্থিত ছিলেন চউকের প্রকৌশল বিভাগের দায়িত্বশীল কর্মকর্তা এবং আওয়ামী লীগের স্থানীয় নেতারা।
×