ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

প্রাথমিক শিক্ষায় ভূমিকা

চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান হলেন বাদল

প্রকাশিত: ০৪:৪৪, ৯ নভেম্বর ২০১৮

চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান হলেন বাদল

নিজস্ব সংবাদদাতা, নোয়াখালী, ৮ নবেম্বর ॥ প্রাথমিক শিক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য চলতি বছর চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মিজানুর রহমান বাদল। কোমলমতি শিক্ষার্থীদের প্রতি ভালবাসাই তাকে এ স্বীকৃতি এনে দিয়েছে। বৃহস্পতিবার বিভাগীয় কমিশনারের কার্যালযের একটি ঘোষণাপত্রের মাধ্যমে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। কোম্পানীগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ইলিয়াছ জানান, মিজানুর রহমান বাদল বিভাগের শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি একজন শিক্ষাবান্ধব মানুষ। তার কারণে উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে মিড-ডে মিল চালু করা সম্ভব হয়েছে। কোম্পানীগঞ্জের শিক্ষার মান বাড়াতে তিনি অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। তার জন্যই এ উপজেলার শিক্ষার হার বেড়েছে। এ বিষয়ে কোম্পানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদল বলেন, আমি চাই কোম্পানিগঞ্জের শিক্ষার মান আরও ভাল হোক। প্রধানমন্ত্রী শেখ হাসিনার রূপকল্প ২০২১ বাস্তবায়ন করতে হলে শিক্ষার হার বাড়াতে হবে। শিক্ষাক্ষেত্রে ডিজিটালাইজেশন আনতে হবে। আমি তার ক্ষুদ্র চেষ্টা চালিয়ে যাচ্ছি। তিনি আরও বলেন, এ কাজ সরকারের একার পক্ষে সম্ভব নয়, সবাই সম্মিলিতভাবে এগিয়ে এলে কোন কাজই কঠিন থাকে না। জানা যায়, শুধু প্রাথমিক শিক্ষা ক্ষেত্রেই মিজানুর রহমান বাদলের কর্মকা- সীমাবদ্ধ নেই। স্বাস্থ্য খাতেও বিশেষ অবদান রাখায় তিনি চলতি বছর জেলার শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের নির্দেশনায় ও নেতৃত্বে এবং মিজানুর রহমান বাদলের দক্ষ হাতের ছোঁয়ায় কোম্পানীগঞ্জের কয়েকটি জনপদের চেহারা বদলে যাওয়ার পাশাপাশি, এখানে আলোর ছোঁয়া লেগেছে।
×