ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বগুড়ায় নির্বাচনী সভা

বিএনপিকে নির্বাচনে অংশগ্রহণের আহ্বান জানালেন স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত: ০৪:৪৩, ৯ নভেম্বর ২০১৮

বিএনপিকে নির্বাচনে অংশগ্রহণের আহ্বান জানালেন স্বাস্থ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ ইলেকশনের ঢোল বেজে গিয়েছে। এমনটি জানিয়ে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, ১৪ দলের মুখপাত্র, স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম বিএনপিকে নির্বাচনে অংশগ্রহণের আহ্বান জানিয়ে সাফ বলেন ‘আর আপনারা ভুল করবেন না। আপনাদের সাত দফা নিয়ে জনগণের কাছে যান। জনগণ চাইলে আপনাদের দাবি পূরণ হবে। এবারও যদি আপনারা ভুল করে নির্বাচনে না আসেন তাহলে বাটি চালান দিয়েও আপনাদের খুঁজে পাওয়া যাবে না।’ মোহাম্মদ নাসিম বলেন ‘বিশ^কাপ ফুটবলে মেসি নেইমাররা গোল দিতে না পারলেও ডিসেম্বরের নির্বাচনে শেখ হাসিনা গোল মিস করবেন না। বিএনপিকে উদ্দেশ্য করে বলেন ‘নির্বাচনে আসেন। আমরা ফাঁকা মাঠে গোল দিতে চাই না। ডিসেম্বরে আপনাদের সঙ্গেই ফাইনাল খেলা হবে। রেফারি থাকবে নির্বাচন কমিশন। সেই খেলায় আওয়ামী লীগ বিজয়ী হবে।’ মোহাম্মদ নাসিম বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটায় বগুড়ার নন্দীগ্রামে মনসুর আলী ডিগ্রী কলেজ মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এর আগে বিকেল পৌনে চারটায় বগুড়া এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটিডের (ইডিসিএল) নতুন প্লান্ট সেফালোস্পোরিন ইউনিটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। নন্দীগ্রামের জনসভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম। এই আসনে জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন মনোনয়ন প্রত্যাশী। জনসভার মঞ্চে মোহাম্মদ নাসিমের পাশেই ছিলেন মমতাজ উদ্দিন। উপস্থিত ছিলেন মন্ত্রীর সহধর্মিণী লায়লা আরজুমান্দ বানু। বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবর রহমান মজনু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনিসুর রহমান, জেলা আওয়ামী লীগ নেতা আসাদুর রহমান দুলু, শিবগঞ্জ পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক, মঞ্জুরুল ইসলাম, জুলফিকার মাহমুদ শান্ত, নাইমুর রাজ্জাক তিতাস প্রমুখ। এর আগে বগুড়া ইডিসিএলের প্লান্ট উদ্বোধন অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। তিনি আনুষ্ঠানিকভাবে প্লান্টের উদ্বোধন করেন।
×