ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জাপানী নারী সাহিত্যিকের অর্জন

প্রকাশিত: ০৪:৪২, ৯ নভেম্বর ২০১৮

জাপানী নারী সাহিত্যিকের অর্জন

জাপানের সাহিত্য অঙ্গনে মিয়েওকো কাওয়াকামি একটি ব্যতিক্রমী নাম। ৪২ বছর বয়সী কাওয়াকামি অনেকদিন ধরেই লিখছেন। প্রচলিত সামাজিক রীতিনীতির বিরুদ্ধে কলম ধরে সাড়া ফেলেছিলেন। তার লেখা ‘ব্রেস্টস এ্যান্ড এগস’ (জাপানী ভাষায় চিচি তু রান) বইটির এ পর্যন্ত আড়াই লাখের বেশি কপি বিক্রি হয়েছে। টোকিওতে তিন বোনের পুনর্মিলনী বইটির প্রতিপাদ্য বিষয়। কাওয়াকামি এ পর্যন্ত বিভিন্ন সাহিত্য পুরস্কার পেয়েছেন। -জাপান টাইমস বাড়াবাড়ির পর্যায়ে চলে গেছে মি-টু বে ওয়াচ খ্যাত হলিউড তারকা পামেলা এ্যান্ডারসন মনে করেন অনেক যৌন নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদ জানানোর প্ল্যাটফর্ম বাড়াবাড়ির পর্যায়ে চলে গেছে। সিক্সটি মিনিট অস্ট্রেলিয়াকে দেয়া সাক্ষাতকারে পামেলা বলেন, ‘আমি নিজেও একজন নারীবাদী, কিন্তু আমি মনে করি নারীবাদের তৃতীয় ধারা বিরক্তকর। এটি সমাজে বিদ্বেষ বাড়াতে পারে। আমার মনে হয় নারীদের স্বাভাবিক বিচারবুদ্ধি প্রয়োগ করা উচিত। -পিপল
×