ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

কারাগার থেকে ছাড়া পেলেন আসিয়া বিবি

প্রকাশিত: ০৪:৪১, ৯ নভেম্বর ২০১৮

কারাগার থেকে ছাড়া পেলেন আসিয়া বিবি

অবশেষে কারাগার থেকে ছাড়া পেলেন আসিয়া বিবি। পাকিস্তানের খ্রীস্টান এ নারী আট বছর জেলে ছিলেন। জেল থেকে ছাড়া পেয়েই তিনি বিমানে চড়েন। তার গন্তব্য কী ছিল তা জানা যায়নি। তিনি সম্ভবত ইতালিতে আশ্রয় নিতে পারেন। পাকিস্তানে ধর্ম অবমাননার মামলায় মৃত্যুদ-প্রাপ্ত আসিয়াকে সম্প্রতি দেশটির সর্বোচ্চ আদালত খালাস দেয়। এ ঘটনাকে কেন্দ্র করে বিক্ষোভে ফেটে পড়ে দেশটির ইসলামপন্থী রাজনৈতিক দলগুলো। তারা আসিয়া বিবিকে পাকিস্তান থেকে বের হতে দেবে না বলেও হুমকি দেয়। বিবিসি। ২০১০ সালের ডিসেম্বরে নিম্ন আদালতে আসিয়াক মৃতুদ-াদেশ দেয়া হয়। ২০০৯ সালে তার বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ আনা হয়। ২০১৫ সালে তিনি রায়ের বিরুদ্ধে সুপ্রীমকোর্টে আপীল করেন । পরে গত ৩১ অক্টোবর আসিয়া বিবিকে খালাস দেন সর্বোচ্চ আদালত।
×