ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

মধ্যবর্তী নির্বাচনের একদিন পরই এ্যাটর্নি জেনারেলকে সরিয়ে দিলেন ট্রাম্প

জেফ সেশন্স বরখাস্ত

প্রকাশিত: ০৪:৪০, ৯ নভেম্বর ২০১৮

জেফ সেশন্স বরখাস্ত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার তার এ্যাটর্নি জেনারেল জেফ সেশন্সকে বরখাস্ত করেছেন । টুইট বার্তায় ট্রাম্প বলেছেন, ‘জেফ সেশন্সকে তার কাজের জন্য আমি ধন্যবাদ জানাই আমরা তার শুভকমনা করি।’ ট্রাম্পের এ সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছেন প্রতিনিধি পরিষদে সদ্য জয়ী ডেমোক্র্যাটদের নেতা ন্যান্সি পেলোসি। বিবিসি ও এএফপি। ২০১৬ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার প্রভাব বিস্তার নিয়ে চলা তদন্ত থেকে নিজেকে সরিয়ে নেয়ার পর থেকে সেশন্স ট্রাম্পের চক্ষুশূল হয়েছিলেন। ট্রাম্প সেশন্সের চীফ অব স্টাফ ম্যাথু হুইটেকারকে সাময়িকভাবে এ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন। তিনি এ পদে স্থায়ী নিয়োগ পেতে পারেন। আলাবামার সাবেক সিনেটর ও ট্রাম্পের জোর সমর্থক সেশন্স তার পদত্যাগপত্রে লিখেছেন তিনি অনিচ্ছায় এ পদ ছাড়ছেন। তারিখবিহীন এক চিঠিতে তিনি লিখেছেন, ‘প্রিয় প্রেসিডেন্ট আপনার অনুরোধে আমি আমার পদত্যাগপত্র জমা দিচ্ছি।’ ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে তিনি লেখেন, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ, এ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালনকালে, আমরা আইনের শাসন পুনর্বহাল ও নিশ্চিত করেছি।’ হোয়াইট হাউসের কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, বুধবার মধ্যবর্তী নির্বাচনের ফলাফল নিয়ে ট্রাম্পের সংবাদ সম্মেলনের আগে তার চীফ অব স্টাফ জন কেলি সেশন্সকে ডেকে পাঠান। তারপর তাকে পদত্যাগ করতে বলা হয়। উল্লেখ্য, সেশন্স ছিলেন প্রথম সিনেটর যিনি ওই পদ থেকে এ্যাটর্নি জেনারেল হন। ট্রাম্প বিভিন্ন সময়ে তার তীব্র সমালোচনাও করেছেন। কারণ ২০১৬ সালের নির্বাচনে তার পক্ষে রুশ হস্তক্ষেপের অভিযোগের বিষয়ে বিচার বিভাগের তদন্ত নিয়ে ট্রাম্প ক্ষুব্ধ ছিলেন। সেশন্সের সঙ্গে বিবাদ শুরু হয়েছির গত বছর মার্চে। সেশন্স তখন রবার্ট মুয়েলারের তদন্ত প্রক্রিয়া থেকে নিজেকে গুটিয়ে নিয়েছিলেন। তিনি এই দায়িত্ব তার অধীনস্থ রড রোজেনস্টেইনকে দেন। এরপর থেকেই ট্রাম্প-সেশন্স দ্বন্দ্ব প্রকাশ্য রূপ নেয়। গত বছর নিউইয়র্ক টাইমসকে ট্রাম্প বলেন ‘তিনি এ তদন্ত থেকে সরে যাবেন এই কথা আমাকে আগে বললে আমি তাকে এই দায়িত্ব দিতাম না। আমি অন্য কাউকে এই কাজের জন্য নিতাম। সেশন্স তদন্ত থেকে সরে যাওয়ায় বিশেষ কাউন্সিলর রবার্ট মুয়েলারের চলমান তদন্ত প্রক্রিয়া নিয়ে চরম অসন্তুষ্ট ছিলেন ট্রাম্প। মুয়েলার প্রতিনিয়ত ট্রাম্পের নির্বাচনী প্রচার এবং মস্কোর মধ্যে কোন যোগসূত্র আছে কিনা এমন তথ্যপ্রমাণ হাতড়ে বেড়াচ্ছেন। আগেই গুঞ্জন ছিল মধ্যবর্তী নির্বাচনের পর সেশন্স বরখাস্ত হতে পারেন। শেষ পর্যন্ত হলোও তাই। ট্রাম্পের এই সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছেন ডেমোক্র্যাট নেতা পেলোসি। তিনি হুঁশিয়ার করে দিয়েছেন এর ফলে রাজনৈতিক সঙ্কট বাড়তে পারে। ট্রাম্পের নয়া কর ব্যবস্থা থেকে শুরু করে মেক্সিকো সীমান্তে দেয়াল তোলার মতো নানা প্রকল্পে এ বার বাধা দেয়ার সুযোগ এসেছে ডেমোক্র্যাটদের কাছে। বিশেষ করে ট্রাম্পের জন্য পেলোসি যদি ইমপিচমেন্ট প্রক্রিয়া শুরু করতে চান, তা হলে প্রেসিডেন্টের পক্ষে আগামী দিনগুলো আরও কঠিন হবে। যদিও ন্যান্সি এতদিন বলে এসেছেন, ট্রাম্পের বিরুদ্ধে অত শক্তিশালী রাজনৈতিক অস্ত্র ব্যবহার করার পক্ষপাতী তিনি নন।
×