ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ডাঃ পুষ্পিতা রায়ের একক আবৃত্তিসন্ধ্যা

প্রকাশিত: ০৭:১৩, ৮ নভেম্বর ২০১৮

ডাঃ পুষ্পিতা রায়ের একক আবৃত্তিসন্ধ্যা

সঞ্জয় সরকার, নেত্রকোনা ॥ সোমেশ্বরী বিধৌত প্রকৃতির অপরূপ সৌন্দর্যের লীলাভূমি সুসং দুর্গাপুরে মঙ্গলবার সন্ধ্যায় কবি ও আবৃত্তিকার ডাঃ পুষ্পিতা রায়ের একক আবৃত্তিসন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় নৃ-তাত্ত্বিক আদিবাসী অডিটরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করে সুসং সাংস্কৃতিক সংঘ। সন্ধ্যা ৬টা থেকে শুরু হয়ে দু’ঘণ্টাব্যাপী এ আবৃত্তি অনুষ্ঠানে আবৃত্তিকার ডাঃ পুষ্পিতা রায় মোট ১২টি কবিতা আবৃত্তি করেন। এর মধ্যে রয়েছে : সৃজন সেনের ‘মাতৃভূমির জন্য’, সুনীল গঙ্গোপাধ্যায়ের ‘না পাঠানো চিঠি’ ও ‘ভালবাসি ভালবাসি’, আশরাফ সিদ্দিকীর ‘তালেব মাস্টার’, শুভ দাশগুপ্তর ‘আমিই সেই মেয়ে’ ও ‘প্রেম’, নির্মলেন্দু গুণের ‘স্বাধীনতা এই শব্দটি কি করে আমাদের হলো’, দেবেশ ঠাকুরের ‘দীপকে’, শামসুর রাহমানের ‘তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা’, রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহর ‘বাতাসে লাশের গন্ধ’, জয় গোস্বামীর ‘মেঘবালিকার জন্য রূপকথা’ এবং পুষ্পিতা রায়ের নিজের লেখা ‘আবার মায়ের মেয়ে হবো’। আবৃত্তিসন্ধ্যার শুরুতে সূচনা বক্তব্য রাখেন সুসং সাংস্কৃতিক সংঘের সভাপতি আলী আজগর ও সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মানেশ সাহা। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় উপজেলা পরিষদের চেয়ারম্যান এমদাদ খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা তোফায়েল আহমেদ, এ্যাডভোকেট অরবিন্দ শেখর রায়, নৃ-তাত্ত্বিক আদিবাসী অডিটরিয়ামের কর্মকর্তা সুলোচনা সাংমা প্রমুখ। সাহিত্য-সংস্কৃতির বিপুলসংখ্যক অনুরাগী অনুষ্ঠানটি উপভোগ করেন। সদ্য এমবিবিএস পাস করা ডাঃ পুষ্পিতা রায় অবসরপ্রাপ্ত যুগ্মসচিব ড. অর্ধেন্দু শেখর রায় ও রঞ্জনা দেবীর সন্তান। শৈশব থেকে তিনি আবৃত্তির পাশাপাশি সঙ্গীত এবং নৃত্যের চর্চা করে আসছেন। ঢাকা মহানগর উদীচীর সঙ্গে জড়িত আছেন। পাশাপাশি কবিতাও লেখেন। এ বছর তার ‘বৃষ্টিস্রোত পিয়ানো’ নামে একটি কাব্যগ্রন্থ প্রকাশ হয়েছে। বাংলাদেশ টেলিভিশনের বিভিন্ন অনুষ্ঠানেও উপস্থাপনা করেন তিনি।
×