ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

শেষ হচ্ছে ‘সিনেমা হল’

প্রকাশিত: ০৭:১৩, ৮ নভেম্বর ২০১৮

শেষ হচ্ছে ‘সিনেমা হল’

সংস্কৃতি ডেস্ক ॥ শেষ হচ্ছে এটিএন বাংলায় প্রচারিত ধারাবাহিক নাটক ‘সিনেমা হল’। আজ ৮ নবেম্বর রাত ৮টায় ধারাবাহিকটির শেষ পর্ব প্রচার হবে। কচি খন্দকারের রচনা ও পরিচালনায় ধারাবাহিকটিতে অভিনয় করেন মোশাররফ করিম, তারিক আনাম খান, আবুল হায়াত, ফারুক আহমেদ, চিত্রনায়ক ইমন, শর্মিলী আহম্মেদ, চিত্রলেখা গুহ্, নাদিয়া নদী, মিলন ভট্টাচার্য প্রমুখ। ‘সিনেমা হল’ ধারাবাহিকটি আবর্তিত হয় বাংলাদেশের সত্তর থেকে আশির দশকের সিনেমা হলকে কেন্দ্র করে গড়ে ওঠা মানুষের জীবন-জীবিকা নিয়ে যার ধারাবাহিকতা এসে যায় বর্তমান সময়ের বিএফডিসি পর্যন্ত। ধারবাহিকটিতে সিনেমা হলের লাইটম্যান, গেটম্যান, টিকেট বিক্রেতা, ম্যানেজার, সুপারভাইজার, মেশিনম্যান, হলের মালিক ও তাদের পরিবার পরিজন, হলের সামনের সাইকেল স্ট্যান্ড, দোকানদার, বাদামওয়ালা এমনকি কালোবাজারিসহ নানা পেশার নানা শ্রেণীর মানুষের চরিত্র তুলে ধরা হয়।
×