ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

২০১ ঘরের চাবি হস্তান্তর

প্রকাশিত: ০৬:৪৭, ৮ নভেম্বর ২০১৮

২০১ ঘরের চাবি হস্তান্তর

নিজস্ব সংবাদদাতা, দাউদকান্দি, ৭ নবেম্বর ॥ জমি আছে ঘর নাই প্রকল্পের আওতায় দাউদকান্দি উপজেলায় নির্মাণকৃত ২০১টি ঘরের চাবি হস্তান্তর, বেকার ও দুস্থদের মাঝে ৬৭টি সেলাই মেশিন ও ২০টি ভ্যান গাড়ি বিতরণ করা হয়। বুধবার দুপুরে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মেজর জেনারেল (অব) মোহাম্মদ সুবিদ আলী ভূঁইয়া এমপি। দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার মাহবুব আলমের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার শিরিনা আক্তার, দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট আহসান হাবিব চৌধুরী, জেলা শ্রমিক লীগের সভাপতি রকিব উদ্দিন রকিব, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মনির হোসেন সরকার, মহিলা সভানেত্রী জেবুন্নেসা জেবু, মঈন উদ্দিন চৌধুরী, মাসুদ আলম, নূরে আলম বুলু প্রমুখ।
×