ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ঠাকুরগাঁওয়ে লাঠির আঘাতে গৃহবধূর মৃত্যু

প্রকাশিত: ০৬:৪৫, ৮ নভেম্বর ২০১৮

ঠাকুরগাঁওয়ে লাঠির আঘাতে গৃহবধূর মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ৭ নবেম্বর ॥ সদর উপজেলার রুহিয়া থানা এলাকায় মাত্র চার শতক জমির মালিকানা নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের লাঠির আঘাতে অনিতা রানী ঘোষ (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বুধবার সকালে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় অনিতা রানী। নিহত অনিতা রানী রুহিয়া ঘনিমহেশপুর গ্রামের বাবুল ঘোষের স্ত্রী। স্থানীয়রা জানায়, সোমবার সকালে চার শতক জমি নিয়ে বিরোধের জেরে অনিতা রানী ও প্রতিপক্ষ জাহাঙ্গীরের সঙ্গে ঝগড়া বিবাদের সৃষ্টি হয়। এক পর্যায়ে জাহাঙ্গীর লাঠি দিয়ে অনিতার মাথায় আঘাত করলে সে জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে । এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে রোগীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসক তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে অনিতা ঘোষ মারা যায়। শরীয়তপুরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ডাকাত নিহত ॥ অস্ত্র উদ্ধার নিজস্ব সংবাদদাতা, শরীয়তপুর, ৭ নবেম্বর ॥ শরীয়তপুর পৌরসভার দাসার্তা গ্রামে পুলিশের সঙ্গে বন্ধুকযুদ্ধে সালাউদ্দিন ওরফে সাগর (৩৯) নামের এক আন্তঃজেলা ডাকাত সর্দার নিহত হয়েছে। ভেদরগঞ্জ উপজেলার কার্তিকপুর বাজারে ডাকাতি মামলার আসামি হিসেবে সাগরকে গ্রেফতারের পর তার দেয়া তথ্যানুযায়ী রাত দেড়টার দিকে অস্ত্র উদ্ধার অভিযানে গেলে পুলিশের সঙ্গে ডাকাত সদস্যদের বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এ সময় চার পুলিশ সদস্য আহত হয়। ঘটনাস্থল থেকে আগ্নেয়াস্ত্র ও ককটেলসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। নিহত সাগর ওরফে আসলাম ওরফে কামাল শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলার ভোগকাঠি গ্রামের আলী আহম্মেদ হাওলাদারের ছেলে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় বিভিন্ন নামে ৬টি ডাকাতি মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
×