ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রংপুরে বাবুসোনা হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ অব্যাহত

প্রকাশিত: ০৬:৪৫, ৮ নভেম্বর ২০১৮

রংপুরে বাবুসোনা হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ অব্যাহত

নিজস্ব সংবাদদাতা, রংপুর, ৭ নবেম্বর ॥ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রংপুরের সভাপতি, আওয়ামী লীগ রংপুর জেলা কমিটির আইন বিষয়ক সম্পাদক, হিন্দু ধর্মীয় কল্যাণ স্ট্রাস্টের স্ট্রাস্টী এবং সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক বিশেষ পিপি রথীশ চন্দ্র ভৌমিক বাবুসোনা হত্যা মামলা সাক্ষ্যগ্রহণ অব্যাহত রয়েছে। এ পর্যন্ত ১৫ জনের সাক্ষ্যগ্রহণ হয়েছে বলে মামলার সরকারী কৌঁসুলী আব্দুল মালেক জানিয়েছেন। রংপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতে এই মামলার সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ চলছে। এ আদালতের বিচারক এ বি এম নিজামুল হক সাক্ষ্যগ্রহণ করছেন। বুধবার এই হত্যাকা-ে ব্যবহৃত কোদাল, স্টিল আলমিরা বহনকারী রিক্সা ভ্যান এবং স্টিল আলমিরা জব্দ করার সময় উপস্থিত সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হয়। এসময় প্রত্যেক সাক্ষীই আদালতে জানান, আসামি স্নিগ্ধা সরকার ও শিক্ষক কামরুল ইসলামের নির্দেশেই বাবুসোনা হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে এবং আসামি কামরুল ইসলাম এবং তাজহাট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী সবুজ ও রোকনের দেখানো এবং স্বীকারোক্তি মোতাবেক পুলিশ আলামতগুলো উদ্ধার করে।
×