ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

আদমদীঘিতে মা-মেয়ের রহস্যজনক মৃত্যু

প্রকাশিত: ০৬:৪৪, ৮ নভেম্বর ২০১৮

আদমদীঘিতে মা-মেয়ের রহস্যজনক মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, সান্তাহার, ৭ নবেম্বর ॥ বগুড়ার আদমদীঘি উপজেলার পল্লীতে একই দিনে মা-মেয়ের রহস্যজনক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার নসরতপুর ইউনিয়নের ধামাইল গ্রামের দক্ষিণপাড়ায়। জানা গেছে, ওই গ্রামের আব্দুর রহমান রাসায়নিক সার ও কীটনাশক ব্যবসায়ী। সে এলাকার মুরইল বাজারে তার তিনতলা ভবনের নীচতলায় ওই ব্যবসা করছিলেন। ব্যবসার এক পর্যায়ে ব্যাংকে প্রায় ২৭ লাখ টাকার লোন খেলাপী হয়। এরপর তিনি ওই ভবন ভাড়া দিয়ে কয়েক মাস ধরে গ্রামের বাড়িতে বসবাস করছিল। সোমবার আব্দুর রহমান তার অসুস্থ স্ত্রী ফাতেমা বেগম(৩৫)কে বাড়িতে রেখে মেয়ে খালেদা আক্তার কল্পনা (১৫)কে সঙ্গে নিয়ে শ্বশুড় বাড়ি কাহালুতে যায়। মঙ্গলবার সন্ধ্যায় গ্রামে ফেরে। গ্রামে প্রবেশের সময় মাগরিব ওয়াক্তের আযান হয়। আব্দুর রহমান মেয়েকে বাড়িতে পাঠিয়ে দিয়ে নামাজ পড়তে যায়। নামাজ শেষে বাড়িতে ফিরে বারান্দায় অজ্ঞান অবস্থায় মেয়ে এবং শয়ন ঘরে স্ত্রীর মৃত দেহ দেখতে পায়। পরে গ্রামবাসীর সহযোগিতায় রাত ৮টার দিকে মেয়েকে আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক অবস্থা বেগতিক দেখে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করে। শজিমেকে চিকিৎসাধীন অবস্থায় রাতেই খালেদা আক্তার কল্পনা মৃত্যুবরণ করে। পুলিশ মঙ্গলবার রাতে রহমানের স্ত্রী ফাতেমা বেগমের লাশ উদ্ধার করে এবং বুধবার সকালে মর্গে পাঠায়।
×