ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

এইচএসবিসির মার্কিন গ্রাহকদের এ্যাকাউন্ট হ্যাকড

প্রকাশিত: ০৬:২৮, ৮ নভেম্বর ২০১৮

এইচএসবিসির মার্কিন গ্রাহকদের এ্যাকাউন্ট হ্যাকড

চলতি বছর অক্টোবরে মার্কিন গ্রাহকদের ব্যাংক এ্যাকাউন্ট হ্যাকিংয়ের শিকার হয়েছে বলে জানিয়েছে বিশ্বের অন্যতম শীর্ষ ব্যাংক ও আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান এইচএসবিসি। হ্যাকাররা এ্যাকাউন্টগুলো থেকে এ্যাকাউন্ট নাম্বার, এ্যাকাউন্টে থাকা অর্থের পরিমাণ, ব্যাংক স্টেটমেন্ট ও লেনদেনবিষয়ক তথ্য ও ব্যবহারকারীর নাম, ঠিকানা ও জন্মতারিখের মতো তথ্য হাতিয়ে নিয়ে থাকতে পারে বলে জানিয়েছে ব্যাংকটি। মার্কিন গ্রাহকদের মধ্যে এক শতাংশেরও কম গ্রাহক আক্রান্ত হয়েছে বলে বিশ্বাস প্রতিষ্ঠানটির, বিবিসি এমনটাই বুঝতে পেরেছে বলে সংবাদমাধ্যমটির প্রতিবেদনে উল্লেখ করা হয়। সম্ভাব্য আক্রান্ত ব্যবহারকারীদের সঙ্গে ইতোমধ্যে যোগাযোগ করা হয়েছে বলে জানিয়েছে এইচএসবিসি। এই অনলাইন এ্যাকাউন্টগুলো চলতি বছর ৪ থেকে ১৪ অক্টোবরের মধ্যে হ্যাকিংয়ের শিকার হয়েছে বলে জানিয়েছে ব্যাংকটি। হ্যাকাররা কী গ্রাহকদের অর্থ হাতিয়ে নেয়ার চেষ্টায় এই আক্রমণ চালিয়েছে কিনা তা এখনও স্পষ্ট নয়। -অর্থনৈতিক রিপোর্টার মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি) সম্প্রতি লিড ব্যাংক হিসেবে হবিগঞ্জে বিভিন্ন ব্যাংকের সম্মিলিত আয়োজনে ‘স্কুল ব্যাংকিং কনফারেন্স ২০১৮’ আয়োজন করে। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জের সংসদ সদস্য এ্যাডভোকেট আবু জাহির
×