ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

পুঁজিবাজারে সূচকের সঙ্গে লেনদেন বাড়ল

প্রকাশিত: ০৬:২৩, ৮ নভেম্বর ২০১৮

পুঁজিবাজারে সূচকের সঙ্গে লেনদেন বাড়ল

অর্থনৈতিক রিপোর্টার ॥ ধারাবাহিক পতন কাটিয়ে বুধবার পুঁজিবাজারে মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আগের দিনের চেয়ে লেনদেনও বেড়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও একই চিত্রে লেনদেন শেষ হয়েছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, বুধবার ডিএসইতে ৪৮৪ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিনের চেয়ে ৪৪ কোটি ৪৫ লাখ টাকা বেশি। মঙ্গলবার ডিএসইতে ৪৪০ কোটি ৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। এদিন ডিএসইতে মোট লেনদেনে অংশ নিয়েছে ৩৩৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ২০৬টির, কমেছে ৮০টির। আর অপরিবর্তিত রয়েছে ৪৯টি কোম্পানির শেয়ার দর। ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ৩৭ পয়েন্ট বেড়ে ৫ হাজার ২৪২ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ২০৭ পয়েন্টে। আর ডিএস-৩০ সূচক ১০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৮৫৩ পয়েন্টে। ডিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো ॥ এসকে ট্রিমস, সায়হাম কটন, ভিএফএস থ্রেড ডাইং, বিবিএস কেবল, ইন্ট্রাকো রিফুয়েলিং, সামিট পাওয়ার, হোটেল পেনিনসুলা চট্টগ্রাম, ইনটেক, শাশা ডেনিম ও মুন্নু সিরামিক। দরবৃদ্ধির সেরা কোম্পানিগুলো হলো ॥ এমএল ডাইং, আমান কটন, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স, সায়হাম কটন, আলহাজ টেক্সটাইল, ইস্টলান্ড ইন্স্যুরেন্স, সায়হাম টেক্সটাইল, লিব্রা ইনফিউশন, স্টাইলক্রাফট ও শেফার্ড ইন্ডাস্ট্রিজ। দর হারানোর সেরা কোম্পানিগুলো হলো ॥ পিপলস লিজিং, এশিয়া ইন্স্যুরেন্স, এমবে ফার্মা, স্ট্যান্ডার্ড সিরামিক, ডেফোডিল কম্পিউটার ও কে এ্যান্ড কিউ। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ২১ কোটি ৮২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৮২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৬ হাজার ৬২ পয়েন্টে।
×