ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সড়ক দুর্ঘটনায় উলফা নেতা পরেশ বড়ুয়ার মৃত্যু

প্রকাশিত: ০৬:২২, ৮ নভেম্বর ২০১৮

সড়ক দুর্ঘটনায় উলফা নেতা পরেশ বড়ুয়ার মৃত্যু

অসমের বিচ্ছিন্নতাবাদী সংগঠন ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব অসমের (উলফা) শীর্ষ নেতা পরেশ বড়ুয়া সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বলে দাবি ভারতের গোয়েন্দা কর্মকর্তাদের। প্রায় দুই সপ্তাহ আগে মিয়ানমার-চীন সীমান্তে ওই দুর্ঘটনা হয় বলে জানিয়েছে তারা। খবর আনন্দবাজার পত্রিকার। দুর্ঘটনায় আহত পরেশ বেশ কিছুদিন ধরে চিকিৎসাধীন ছিলেন। দিন দুয়েক আগে তার মৃত্যু হয় বলে দাবি ভারতীয় গোয়েন্দাদের। উলফা বা পরেশের পরিবারের পক্ষ থেকে এখনও এ খবরের সত্যতা নিশ্চিত করা হয়নি। অসমের বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন উলফার এ শীর্ষ নেতা গত এক দশকেরও বেশি সময় ধরে মিয়ানমার-চীন সীমান্তের রুইলির আশপাশেই বসবাস করছিলেন বলে ভারতীয় গোয়েন্দাদের ধারণা। অসম পুলিশের গোয়েন্দা বিভাগের শীর্ষ কর্মকর্তারা পরেশের সড়ক দুর্ঘটনায় মৃত্যুর খবর শোনার কথা জানিয়েছিলেন। -আনন্দবাজার পত্রিকা
×