ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মস্কো সংলাপে অংশ নেবে তালেবান

প্রকাশিত: ০৬:২১, ৮ নভেম্বর ২০১৮

মস্কো সংলাপে অংশ নেবে তালেবান

যুদ্ধ-বিধ্বস্ত আফগানিস্তানের গত ১৭ বছরের সঙ্কট সমাধানের লক্ষ্যে চলতি মাসে রাশিয়ায় অনুষ্ঠেয় বহুপক্ষীয় সংলাপে প্রতিনিধি দল পাঠাবে তালেবান। মস্কো গত শনিবার ঘোষণা করেছে, কাবুল ও তালেবানের মধ্যে আলোচনা প্রক্রিয়া শুরু করা যায় কিনা তা নিয়ে আগামী ৯ নবেম্বর মস্কোয় ওই সংলাপ অনুষ্ঠিত হবে। -খবর ওয়েবসাইট তালেবান মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা এক বিবৃতিতে বলেছে, তারা তাদের কাতার দফতর থেকে একটি ‘উচ্চ-পর্যায়ের’ প্রতিনিধি দল মস্কোয় পাঠাবে। তালেবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ বিবৃতিতে বলেন, এই সম্মেলনে বিশেষ কোন পক্ষের সঙ্গে আলোচনা হবে না বরং এখানে শান্তিপূর্ণ উপায়ে আফগান সঙ্কটের সমাধান ও মার্কিন দখলদারিত্বের অবসানের বিষয়ে বহুপক্ষীয় আলোচনা অনুষ্ঠিত হবে। গুয়ানতানামো বন্দী শিবির থেকে মুক্তিপ্রাপ্ত পাঁচ কমান্ডারকে তালেবান গত মাসে কাতারে তাদের রাজনৈতিক দফতরে নিয়োগ দেয়।
×