ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সিদ্ধিরগঞ্জে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার, পিকআপ জব্দ

প্রকাশিত: ০৬:০১, ৮ নভেম্বর ২০১৮

সিদ্ধিরগঞ্জে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার, পিকআপ জব্দ

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ মহানগরীর সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় থেকে মাছের গাড়িতে ঝুড়ির ভেতরে পাচারকালে ৮ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-১১ সদস্যরা। গ্রেফতারকৃতরা হলো- মোঃ সালাউদ্দিন (২২) ও মোঃ সাহাব উদ্দিন (৪৮)। বুধবার ভোরে র‌্যাব-১১ চেকপোস্টে সামুদ্রিক মাছ ভর্তি একটি পিকআপ আটক করে তল্লাশি চালিয়ে মাছের ঝুড়ির ভেতর থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। এ সময় ওই পিকআপটি জব্দ করা হয়। বুধবার রাত সাড়ে ৭টায় র‌্যাব-১১ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) মোঃ জসিম উদ্দীন চৌধুরীর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা যায়। প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব আরও জানায়, গ্রেফতারকৃত মাদক কারবারি মোঃ সালাউদ্দিনের বাড়ি কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন শামলাপুর গ্রামে। সে মাছ ব্যবসার আড়ালে টেকনাফ থেকে ঢাকায় ইয়াবা পরিবহনের সঙ্গে জড়িত। র‌্যাবের জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মোঃ সালাউদ্দিন জানায় দীর্ঘ ৮ বছর ধরে সে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। সে ঢাকাসহ আশপাশের জেলা নারায়ণগঞ্জ, গাজীপুরেও ইয়াবা সরবরাহ করে থাকে। মূলত মাছ ব্যবসার আড়ালে ছদ্মবেশে সে ইয়াবা ব্যবসা করে আসছিল।
×