ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রোডমার্চের নামে অশান্তি সৃষ্টির চেষ্টা মোকাবেলা করা হবে ॥ কাদের

প্রকাশিত: ০৬:০০, ৮ নভেম্বর ২০১৮

রোডমার্চের নামে অশান্তি সৃষ্টির চেষ্টা মোকাবেলা করা হবে ॥ কাদের

স্টাফ রিপোর্টার ॥ ক্ষমতাসীন আওয়ামী লীগের পক্ষ থেকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের বারবার নিশ্চয়তা দেয়া হলেও আন্দোলনের পথে ড. কামালের নেতৃত্বাধীন রাজনৈতিক মোর্চা জাতীয় ঐক্যফ্রন্ট। ১৪ দলের সঙ্গে দুদফা সংলাপ শেষে আজ থেকে আন্দোলনে নামার কথা ছিল। এই পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়েছে। যদিও বুধবার রাতে কর্মসূচী স্থগিত করার কথা জানানো হয়েছে বিএনপির পক্ষ থেকে। জাতীয় ঐক্যফ্রন্ট রোডমার্চের নামে অশান্তি সৃষ্টির চেষ্টা করলে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে আওয়ামী লীগ ও প্রশাসন প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বুধবার বিকেলে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে দলটির প্রচার ও প্রকাশনা উপকমিটির এক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। ওবায়দুল কাদের বলেন, শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলনে আমাদের কোন আপত্তি নেই। সংলাপ এখন শেষ, কাজেই এখন তারা শান্তিপূর্ণ আন্দোলন করতেই পারে। তিনি বলেন, পদযাত্রা এবং রোডমার্চের নামে কোন প্রকার সহিংসতা বা নাশকতা করার চেষ্টা করলে আমরা কিন্তু চুপচাপ থাকব না। আমরা সেটা রাজনৈতিকভাবে মোকাবেলা করব। কিন্তু যেটা সহিংসতা, নাশকতা, অস্থিরতা, অশান্তির বিষয়Ñ সেটা জনগণকে স্বস্তি দিতে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও রাজনৈতিকভাবে আমরা প্রস্তুত। উল্লেখ্য, আজ জাতীয় ঐক্যফ্রন্ট রাজশাহী অভিমুখে রোডমার্চ করবে। পরদিন সেখানে সমাবেশ করারও ঘোষণা দিয়েছে।
×