ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

প্রধানমন্ত্রীর আশ্বাস

নতুন মামলা ও ধরপাকড় হবে না

প্রকাশিত: ০৫:৫৯, ৮ নভেম্বর ২০১৮

নতুন মামলা ও ধরপাকড় হবে না

স্টাফ রিপোর্টার ॥ আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিরোধী জোটের নেতাকর্মীদের বিরুদ্ধে নতুন কোন মামলা ও ধরপাকড় হবে না বলে আশ্বস্ত করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। বুধবার গণভবনে জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে আওয়ামী লীগের দ্বিতীয় দফা সংলাপে প্রধানমন্ত্রী এ আশ্বাস দেন। জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে ক্ষমতাসীন ১৪ দলীয় জোটের সংলাপের পর আওয়ামী লীগের কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক শ ম রেজাউল করিম বলেছেন, নতুন কোন মামলা হবে না এবং ধরপাকড় হবে না বলে সংলাপে আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সুপ্রীমকোর্টের এ আইনজীবী বলেন, সংলাপে বিএনপি প্রধান খালেদা জিয়ার মুক্তি বিষয়ে কোন আলোচনা হয়নি। তবে নির্বাচন ঘিরে ধরপাকড় হবে না এবং নতুন মামলা হবে না বলে প্রধানমন্ত্রী আশ্বাস দিয়েছেন ঐক্যফ্রন্টকে। এদিকে ঐক্যফ্রন্ট নেতা মাহমুদুর রহমান মান্না বলেছেন, প্রধানমন্ত্রী আশ্বস্ত করেছেন, আর কোন রাজনৈতিক মামলা হবে না। আর কাউকে গ্রেফতার করা হবে না। আওয়ামী লীগের সঙ্গে প্রথম দফা সংলাপে ঐক্যফ্রন্ট নেতারা রাজনৈতিক উদ্দেশ্যে গ্রেফতার ও মামলার বিষয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। পাশাপাশি রাজনৈতিক কারণে গ্রেফতার হওয়া নেতাকর্মীদের মুক্তির দাবিও জানানো হয়েছিল ফ্রন্ট নেতাদের পক্ষ থেকে। জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন, রাজনৈতিক উদ্দেশ্যে করা নেতাকর্মীদের মামলার তালিকা দেয়ার জন্য। বুধবার ফ্রন্ট নেতারা একটি তালিকা প্রধানমন্ত্রীর দফতরে জমা দেন। এতে ৫ হাজারের অধিক গায়েবি মামলাসহ ১ হাজার ৪৬টি মামলার তালিকা দেয়া হয়েছে। দুই-এক দিনের মধ্যে বাকি তালিকা জমা দেয়া হবে বলেও বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে।
×