ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

রাজশাহীতে ঐক্য ফ্রন্টের সমাবেশ হবে কাল মাদ্রাসা মাঠে

প্রকাশিত: ০৫:৫৮, ৮ নভেম্বর ২০১৮

রাজশাহীতে ঐক্য ফ্রন্টের সমাবেশ হবে কাল মাদ্রাসা মাঠে

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ অবশেষে রাজশাহীতে জাতীয় ঐক্যফ্রন্টের বিভাগীয় সমাবেশের অনুমতি দেয়া হলো মাদ্রাসা মাঠে। প্রথমে রাজশাহী মহানগর বিএনপি কার্যালয়ের অদূরে নগরীর গনকপাড়া মোড়ে এ অনুমতি দেয়া হলেও রাতে আবার মাদ্রাসা মাঠে অনুমতি দেয় পুলিশ। পূর্ব ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী আগামীকাল শুক্রবার সেখানেই সমাবেশ করবে জাতীয় ঐক্যফ্রন্ট। এদিকে বুধবার দুপুরের পর রাজশাহী মহানগর পুলিশ অনুমতি দেয়ার পরপরই মাইকিং শুরু হয় নগরীতে। রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মুখপাত্র ও সিনিয়র সহকারী কমিশনার ইফতেখায়ের আলম জানান, সমাবেশের জন্য ঐক্যফ্রন্টের প্রথম পছন্দ ছিল মাদ্রাসা ময়দান। বিকল্প হিসেবে তারা সাহেববাজার, গণকপাড়া ও মনিচত্বর এলাকার নাম লিখেছিল। প্রথমে কিছু শর্তে গণকপাড়া মোড়ে তাদের সমাবেশের জন্য অনুমতি দেয়া হয়েছিল। তবে শেষ পর্যন্ত তাদের দাবির পরিপ্রেক্ষিতে মাদ্রাসা মাঠে কিছু শর্ত সাপেক্ষে অনুমতি দেয়া হয়। নগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল হক মিলন জানান, বিকেল পর্যন্ত লিখিত কোন কাগজ পাননি, তবে মৌখিক অনুমতি পাওয়া গেছে। তাই তারা প্রস্তুতিও শুরু করে দিয়েছেন। শুরু হয়েছে পোস্টার ছাপানোর কাজ। নগরীজুড়ে চলছে মাইকিং। ঐক্যফ্রন্টের কেন্দ্রীয় এবং বিভাগের নেতাকর্মীরা সমাবেশে যোগ দেবেন। সমাবেশ সফল হবে বলেই মনে করেন তিনি। এদিকে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু বলেছেন, আগামীকাল ৯ নবেম্বর রাজশাহীতে জাতীয় ঐক্যফ্রন্টের বিভাগীয় মহাসমাবেশ। সেখান থেকেই সরকার পতন আন্দোলন শুরু হবে। বুধবার রাজশাহীতে দলীয় এক সমাবেশে এ কথা বলেন মিনু। সকালে নগরীর মালোপাড়া এলাকার দলীয় কার্যালয় সংলগ্ন ভুবনমোহন পার্কে এ সমাবেশ আয়োজন করে নগর বিএনপি। এতে প্রধান অতিথি ছিলেন মিজানুর রহমান মিনু। মিনু আরও বলেন, বায়ান্নের ভাষা আন্দোলন, একাত্তরের মহান মুক্তিযুদ্ধ, সব এই রাজশাহী থেকে সূত্রপাত হয়। রাজশাহী থেকেই গণতান্ত্রিক সকল আন্দোলনের সূচনা। এখান থেকেই শুরু হবে সরকার পতনে আন্দোলন। এ আন্দোলনে নেতাকর্মীদের রাজপথে থাকার আহ্বান জানান মিনু। বিএনপি কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশ বিষয় সম্পাদক ও নগর সভাপতি মোসাদ্দেক হোসেন বুলবুলের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও পুনর্বাসনবিষয়ক সহ-সম্পাদক ও নগর সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শফিকুল হক মিলন। এদিকে রাজশাহীতে জাতীয় ঐক্যফ্রন্টের সমাবেশ ঘিরে রাজশাহীতে উত্তেজনা বিরাজ করছে। পুলিশ প্রশাসন থেকেও কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
×