ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

রাজশাহী অভিমুখে ঐক্যফ্রন্টের রোডমার্চ স্থগিত

প্রকাশিত: ০৫:৫৮, ৮ নভেম্বর ২০১৮

রাজশাহী অভিমুখে ঐক্যফ্রন্টের রোডমার্চ স্থগিত

স্টাফ রিপোর্টার ॥ পূর্বঘোষিত রাজশাহী অভিমুখে আজকের রোডমার্চ কর্মসূচী স্থগিত করেছে জাতীয় ঐক্যফ্রন্ট। তবে রাজশাহীতে শুক্রবারের সমাবেশ কর্মসূচী পালন করা হবে বলে ফ্রন্টের মুখপাত্র ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বুধবার রাতে এ কথা জানান। এদিকে তফসিল ঘোষণার দিনে নির্বাচন কমিশন অভিমুখে পদযাত্রা কর্মসূচী পালন করবে বলে বিকেলের সংবাদ সম্মেলন থেকে ঘোষণা দেয়া হলেও আজ তফসিল ঘোষণার পর ঐক্যফ্রন্ট এ কর্মসূচী পালন করবে কি না এ রিপোর্ট লেখা পর্যন্ত জানানো হয়নি। উল্লেখ্য, ৬ নবেম্বর সোহরাওয়ার্দী উদ্যানের জনসভা থেকে ৮ নবেম্বর রাজশাহীতে রোডমার্চ কর্মসূচী পালনের ঘোষণা দেয় জাতীয় ঐক্যফ্রন্টের মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ ছাড়া ৯ নবেম্বর রাজশাহীতে সমাবেশ ও সংলাপ শেষ হওয়ার আগে তফসিল ঘোষণা করা হলে নির্বাচন কমিশন অভিমুখে পদযাত্রা করার ঘোষণা দেয়া হয়। আর বুধবার সংলাপ শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, ৭ দফা দাবি আদায়ের আগে তফসিল ঘোষণা করা হলে তা ঘোষণার দিনই নির্বাচন কমিশন অভিমুখে পদযাত্রা করা হবে। এদিকে আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করবেন। আর এ খবর নিশ্চিত হয়েই জাতীয় ঐক্যফ্রন্ট রাজশাহী অভিমুখে রোডমার্চ কর্মসূচী স্থগিত করার ঘোষণা দিয়েছে। কারণ, তফসিল ঘোষণার দিনে নির্বাচন অভিমুখে পদযাত্রা করার ঘোষণা আগেই দিয়ে রেখেছে ঐক্যফ্রন্ট। তাই রোডমার্চ করে নেতাকর্মীরা রাজশাহী চলে গেলে নির্বাচন কমিশন অভিমুখে পদযাত্রা কর্মসূচী ব্যাহত হবে। এদিকে বর্তমান পরিস্থিতিতে পরবর্তী করণীয় ঠিক করতে বুধবার সন্ধ্যায় বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে দলের সিনিয়র নেতাদের সঙ্গে বৈঠক করেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৈঠক চলাকালে এক পর্যায়ে সেখানে যান ঐক্যফ্রন্ট নেতা কাদের সিদ্দিকী। পরে মির্জা ফখরুল ও কাদের সিদ্দিকী সেখানে বসে ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেনের সঙ্গে কথা বলেন। এর পর বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে উপস্থিত সাংবাদিকদের কাছে মির্জা ফখরুল আজকের রাজশাহী অভিমুখে রোডমার্চ স্থগিতের কথা জানান। একই সঙ্গে তিনি শুক্রবার রাজশাহীতে পূর্বনির্ধারিত সমাবেশ কর্মসূচী পালন করা হবে বলেও জানান। এ সময় কি কারণে রোডমার্চ কর্মসূচী স্থগিত করা হয়েছে জানতে চাইলে তিনি সাংবাদিকদের জানান, গ্রেফতার এড়াতে রোডমার্চ বাতিল করেছে ঐক্যফ্রন্ট। তিনি বলেন, প্রধানমন্ত্রীর আশ্বাসের পরও নেতাকর্মীরা গ্রেফতার হচ্ছেন এ কারণে রোডমার্চ বাতিল করা হয়েছে। বিকেলে ড. কামাল হোসেনের বাসায় সংবাদ সম্মেলন করে বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে যান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সন্ধ্যায় তিনি বিএনপির ভাইস-চেয়ারম্যান, চেয়ারপার্সনের উপদেষ্টা ও সম্পাদকম-লীর সদস্যদের নিয়ে বৈঠকে বসেন। বৈঠকটি শেষ হওয়ার আগেই সেখানে পৌঁছেন কৃষক শ্রমিক-জনতা-লীগের সভাপতি ও জাতীয় ঐক্যফ্রন্ট নেতা কাদের সিদ্দিকী। পরে বিএনপি নেতাদের সঙ্গে দ্রুত বৈঠক শেষ করে তিনি কাদের সিদ্দিকীর সঙ্গে বৈঠক করেন। বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয় সূত্রে জানা যায়, কাদের সিদ্দিকীর সেখানে আগমন ছিল অনানুষ্ঠানিক। তার সঙ্গে চলমান রাজনৈতিক সঙ্কট মোকাবেলা ও জাতীয় নির্বাচন ইস্যুতে বিএনপি নেতারা কথা বলেছেন।
×