ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

মধ্যবর্তী নির্বাচনে ধাক্কা খেল রিপাবলিকানরা

প্রকাশিত: ০৫:৫৫, ৮ নভেম্বর ২০১৮

মধ্যবর্তী নির্বাচনে ধাক্কা খেল রিপাবলিকানরা

জনকণ্ঠ ডেস্ক ॥ মার্কিন মধ্যবর্তী নির্বাচনে বেজায় ধাক্কা খেল ট্রাম্প শিবির। নির্বাচনে দীর্ঘ আট বছর পর ডেমোক্রেটরা হাউস অব রিপ্রেজেন্টেটিভস অর্থাৎ প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ ফিরে পেয়েছে। অপরদিকে ক্ষমতাসীন রিপাবলিকানরা সিনেট বা উচ্চকক্ষে তাদের নিয়ন্ত্রণ ধরে রাখতে সক্ষম হয়েছে। প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ হারানোয় ডেমোক্রেটরা এখন ডোনাল্ড ট্রাম্পের যে কোন প্রস্তাবে বাধা দিতে পারবে। খবর এএফপি, বিবিসি ও ওয়াশিংটন পোস্ট অনলাইনের। স্থানীয় সময় মঙ্গলবার এই নির্বাচন অনুষ্ঠিত হয়। হাউস অব রিপ্রেজেন্টেটিভসের ৪৩৫ আসনের মধ্যে ৪১১ আসনের ফলাফলে ২১৮ আসনে জয় পেয়েছে ডেমোক্র্যাটরা। মোট ভোটের ৫০ দশমিক এক শতাংশ ভোট পেয়েছে দলটি। রিপাবলিকানরা ১৯৩ আসনে জিতেছে। তারা ৪৪ দশমিক ৪ শতাংশ ভোট পেয়েছে। এই নির্বাচন ডেমোক্র্যাটদের কাছে যথেষ্ট গুরুত্বপূর্ণ ছিল। প্রতিনিধি পরিষদে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর এবার আয়কর রিটার্নসহ ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে একাধিক অভিযোগের তদন্ত শুরু করাতে পারে ডেমোক্র্যাট শিবির। মার্কিন সিনেট রিপাবলিকানদের দখলে রয়ে গিয়েছে। এক শ’ আসনের মধ্যে ৯৫ আসনের ঘোষিত ফলাফলে ৫১টিতে জয় পায় ট্রাম্পের দল। ৪২টিতে জয়ী হয় ডেমোক্র্যাট। তবে আগামী প্রেসিডেন্ট নির্বাচনে এই জয় প্রভাব ফেলবে না বলে ধারণা করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই মধ্যবর্তী নির্বাচনকে ব্যাপক সফল বলে বর্ণনা করেছেন। তার রিপাবলিকান পার্টি প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ হারানো সত্ত্বেও তিনি এমন দাবি করেন। রিপাবলিকানরা সিনেটের নিয়ন্ত্রণ ধরে রাখতে পেরেছে এবং তারা ফ্লোরিডাসহ অনেক স্থানে অল্পের জন্য পরাজয়ের হাত থেকে বেঁচে গেছে। এক টুইটার বার্তায় ট্রাম্প বলেন, ‘আজকের রাত দারুণ সফল। সকলকে ধন্যবাদ ! এদিকে প্রতিনিধি পরিষদে নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার পর ডেমোক্র্যাট নেতা ন্যান্সি পেলোসি এক সংবাদ সম্মেলনে বলেন, ‘আজ ডেমোক্র্যাটরা প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ ফিরে পাওয়ায় ট্রাম্প প্রশাসনে সংবিধানের নিয়ন্ত্রণ ও ভারসাম্য পুনরুদ্ধার হলো।’ তিনি বলেন, ডেমোক্রেটিক কংগ্রেস সকলকে একত্র করে সমস্যা সমাধানের জন্য কাজ করবে। কারণ আমেরিকার জনগণ শান্তি চায়। তারা ফলাফল দেখতে চায়।
×